দেশে প্রথমবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দেড় লক্ষেরও বেশি, প্রাণ হারালেন ৮৩৯ জন

দেশে করোনার উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে আজ থেকে টিকা উৎসব পালন করা হচ্ছে। ১৪ এপ্রিল পর্যন্ত যত বেশি সংখ্যক টিকাকরণ করাই এই উৎসবের লক্ষ্য। আর এরই মাঝে সাস্থ্যমন্ত্রকের করোনা রিপোর্টে আরও গভীর হল কপালের ভাঁজ। দেশে প্রথমবার একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়াল দেড় লক্ষের গণ্ডি। লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস।রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৫২ হাজার ৮৭৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন।

এর বেশিরভাগটাই যে মহারাষ্ট্রের সেটা বলাই বাহুল্য। মহারাষ্ট্র ছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিও রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লক্ষ ৫৮ হাজার ৮০৫ জন। এদিকে একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৮৩৯ জন। দেশে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ২৭৫ জন। এই সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনার চিকিৎসাধীন ১১ লক্ষ ৮ হাজার ৮৭ জন। দেশে প্রথমবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দেড় লক্ষেরও বেশি, প্রাণ হারালেন ৮৩৯ জন

Leave a Reply