অবশেষে রাজ্যে ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী (Rahun Gandhi)। পঞ্চম দফার ভোট প্রচারের শেষ দিনে গোয়ালপোখরে সভা করবেন তিনি। একই দিনে সবা করলে মাটিগাড়া-নকশালবাড়িতেও। কেন ভোট প্রচারে গান্ধী পরিবারের কাউকে বঙ্গে দেখা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছিল।
এবার সেই জলঘোলা থামবে বলেই মনে করা হচ্ছে।কেরলের ভোট মিটলেই রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসবেন বলে জানানো হয়েছিল। ৬ তারিখ কেরলের ভোট হয়ে গেলেও এখনও গান্ধী পরিবারের কেউ প্রচারে আসেননি। সূত্রের খবর, সম্প্রতি রবার্ট বঢরা করোনা আক্রান্ত হয়েছেন। তাই প্রিয়াঙ্কা গান্ধীকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তিনি কবে প্রচারে আসবেন বা আদৌ আসতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান প্রদেশ কংগ্রেস।
তবে প্রচারে আসার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী। আগামী চার দফাতেই রাহুল প্রচার করবেন বলে জানা গিয়েছে। তাঁর সভায় সিপিএমের শীর্ষ নেতৃত্ব থাকবেন বলে জানা গিয়েছে। কলকাতাতেও তিনি একটি সভা করার কথা তাঁর। অবশেষে বাংলায় ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী, দোলাচলে প্রিয়াঙ্কা