“মেসি অন্য গ্রহের,ওর জায়গা কেউ নিতে পারবে না,” রোনাল্ডোকে টার্গেট করে বি’স্ফোরক মার্টিনেজ!

সোমবার কলকাতায় পা রেখেছেন আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ খেলা এমিলিয়ানো মার্টিনেজ। এই বিশ্বকাপারকে দেখার জন্য কয়েক দিন আগেই থেকে চরম উত্তাপ তৈরি হয় কলাকাতার ফুটবল প্রেমীদের মধ্যে। সোমবার বিমানবন্দরেও ভিড় দেখা যায়। যা স্বাভাবিক ভাবেই উত্তেজনা বাড়িয়ে দেয়। যদিও সোমবার বড় কোনও কর্মসূচি ছিল না। বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলেই বিশ্রাম নেন এমি। সন্ধ্যে বেলা হোটেলের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

তবে মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েছে এমির। এদিন মিলন মেলা প্রাঙ্গনে ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই মোহনবাগান, ইস্টবেঙ্গলের তরফ থেকে সম্মান জানানো হয় বিশ্বকাপ জয়ী ফুটবলারকে। সংবর্ধনা অুষ্ঠানের শেষে এক বিশেষ টক শোর আয়োজন করেন উদ্য়োক্তারা। সেখানেই একাধিন অজানা গল্প শোনাতে থাকেন মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালে ড্রেসিংরুমের পরিবেশ কেমন ছিল, সেই সবও প্রকাশ্যে আনলেন তিনি।

সেই টক শোতে আর্জেন্তাইন তারকাকে প্রশ্ন করা হয় মেসি-রোনাল্ডোর জায়গা কেউ নিতে পারবেন কিনা? উত্তরে এমি জানান, ‘মেসি বিশ্ব ফুটবলের কিংবদন্তি। ফলে ওর জায়গা কেউ নিতে পারবে না। কারণ মেসি অন্য গ্রহের। ওর জায়গা কেউ নিতে পারবে না। আমি মনে করি মেসি সর্বশ্রেষ্ঠ ফুটবলার। তবে রোনাল্ডো একজন ফুটবলার শুধুমাত্র। এই দুই ফুটবলারের মধ্যে কোনও রকম তুলনা করা উচিত নয়।’

শুধু তাই নয়, বিশ্বকাপ জয়ের পর মেসি তাঁকে কী বলেছিলেন, তাও প্রকাশ্যে এনেছেন ডিবু। এই আর্জেন্তাইন বিশ্বকাপার জানিয়েছেন, ‘মেসি বিশ্বের সেরা। কাতারে বিশ্বকাপ জেতার পর মেসি আমাকে এসে বলেছিল, ‘তুমি আমাদের বাঁচালে।’ আমি বিশ্বের সেরা খোলোয়াড়ের হাতে বিশ্বকাপ তুলে দিয়েছি। মেসির থেকে এমন প্রশংসা শোনা এ এক অন্য অনুভূতি। আমার দেখা সর্বশ্রেষ্ঠ ফুটবলার ও। মেসির থেকে আমরা প্রত্যেকেই অনেক কিছু শিখেছি।’

পাশাপাশি তিনি কলকাতার আর্জেন্তাইন সমর্থকদের উদ্দেশ্যেও বার্তা দেন এমি। তিনি জানান, ‘কলকাতায় এসে বুঝলাম আর্জেন্তিনার প্রতি সমর্থকদের আবেগ কতটা। বিশ্বকাপ না জিতলে হয়তো এই স্বপ্নগুলো পূরণ হত না। এখানকার সমর্থদের এতো ভালোবাসা পেয়ে সত্যি খুব ভালো লাগছে। এখন ৮, ১০, ১২ বছরের ছেলেদের দেখলে নিজের কথা মনে পড়ে যায়। আমি অনেক গরীব পরিবার থেকে উঠে এসেছি। ফলে এই আবেগকে আমি খুব সম্মান করি।’