প্রথম-শ্রেণীর ক্রিকেট মরশুমে স্বপ্নের ছন্দে রয়েছেন মুশির, এবার তিনি ভারত এ দলের হয়ে শ্যাডো ট্যুরে অস্ট্রেলিয়ায় যেতে প্রস্তুত। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি এবং ফাইনালে সেঞ্চুরি করার পর, ভারত এ-এর বিরুদ্ধে ভারত বি-এর হয়ে তাঁর ১৮১ রানের ইনিংস মুগ্ধ করেছে নির্বাচকদের। অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত এ দল দলীপ ট্রফি এবং ইরানি কাপের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বাছাই করা হবে। রেস্ট অফ ইন্ডিয়া এবং রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের মধ্যে ইরানি কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে অক্টোবরের শুরুতে। যদিও কয়েকজন টেস্ট বিশেষজ্ঞ এবং পেসারকে আগেই অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা ভাবছে বিসিসিআই। মুশিরের পাশাপাশি রাজস্থানের বাঁ-হাতি স্পিনার মানব সুথারও সেই সফরের যাবেন। মানব ইতিমধ্যেই বেশ নজর করেছেন। বিষেশজ্ঞরা মনে করছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষয় প্যাটেলের পরে সেরা বাঁহাতি স্পিনার তিনি।
এখন পর্যন্ত, যদি কোনও ফিটনেস সমস্যা না থাকে তাহলে ভারত এ-এর অস্ট্রেলিয়া সফরের জন্য নিশ্চিত মুশির। যারা তাঁকে চেনেন তাদের বিশ্বাস তাঁর মধ্যে বড় ম্যাচে বড় রান করার প্রতিভা আছে। যেটি ভবিষ্যতে তাঁকে বাড়তি সুবিধা দেব। দলীপ ট্রফিতে যখন ভারত বি দল একসময় ৯৪/৭ উইকেট হারিয়ে ফেলেছিল তখন মুশির যেই ভাবে দলকে এগিয়ে নিয়ে যায় এবং ম্যাচ জেতার পিছনে অবদান রাখেন তা প্রশংসনীয়। তিনি নিজেই ৩৭৩ বল খেলেছেন, এর থেকে বোঝা যায় তাঁর মানসিকতা কত দৃঢ়। অন্যদিকে, সুথারকে ম্যানেজমেন্ট চাইছে দলে নিয়মিত খেলাতে। যাতে জাদেজার পর তিনি অক্ষয়ের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবে দলে জায়গা করে নেন।
আর মাত্র কয়েকমাস পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী বছর ১১ জুন থেকে ইংল্যান্ডের লর্ডসে হবে সেই হাইভোল্টেজ ম্যাচ। লড়াই ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। ভারত (India), অস্ট্রেলিয়া (Australia) এবং নিউজিল্যান্ড (New Zealand), এই তিন দলই লড়াইতে বাকিদের থেকে অনেকটা এগিয়ে। তাদের মধ্যে কাদের ফাইনালে ওঠার সুযোগ বেশি, একবার দেখে নেওয়া যাক।এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রোহিতের ভারত। এখন শতাংশের বিচারে তাদের পয়েন্ট ৬৮.৫২। এরপর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং বিদেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবেন রোহিত শর্মারা। ফলে এর মধ্যে তিনটি সিরিজ জিতলে ভারতের সর্বাধিক পয়েন্টের শতাংশ হবে ৮৫.০৯। সেক্ষেত্রে সকলের উপরে থেকেই ফাইনাল খেলবে তারা। তবে তার জন্য অস্ট্রেলিয়া সিরিজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, দেশের মাটিতে দু’টি সিরিজ অপেক্ষাকৃত অনেকটা সহজ। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে আবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে রোহিতদের।
অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যাট কামিন্সেরা ফের ফাইনালে উঠতে পারনে বলে মনে করা হচ্ছে। তাদের পয়েন্টের শতাংশ ৬২.৫০। অজিদের এখনও দু’টি সিরিজ বাকি আছে। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ওদিকে ২টি সিরিজ জিতলেই অস্ট্রেলিয়ার সর্বাধিক পয়েন্টের শতাংশ হবে ৭৬.৩২। সেক্ষেত্রে একটি দল হিসেবে তারা ফাইনালে উঠবে। কারণ, ভারতকে হারাতে পারলে রোহিতদের পয়েন্টের শতাংশ কমে যাবে। তাই সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার খেলা নিশ্চিত হয়ে যাবে।
আর তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। গত ২০২১ সালে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছিল কিউয়িরা। এখন তিন নম্বরে আছে তারা। নিউজিল্যান্ডের পয়েন্টের শতাংশ ৫০.০০। আর তাদের তিনটি সিরিজ বাকি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং ভারতের মাটিতে দুটি ও শ্রীলঙ্কার মাটিতে দুটি টেস্টের সিরিজ খেলবে তারা।