ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজিত হতে হয়েছে টাইগারদের। তবে দ্বিতীয় ম্যাচে টাইগাররা যথেষ্ট লড়াই করছে, প্রথম ম্যাচে রীতিমত ছিটকে গিয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে এখনো পর্যন্ত দুর্দান্ত লড়াই করতে দেখা যাচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের। আর ভারতের দুর্দান্ত বোলিং অ্যাটাকের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই জাকির।
প্রথম ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করে তিনি সারা বিশ্বের নজর তার দিকে ঘুরিয়ে নিয়েছিলেন এবার দ্বিতীয় ম্যাচে অনবদ্য ভাবে তিনি দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে। প্রথম ইনিংসে ৩৪ বলে ১৫ রান করে জয়দেব উনাদকাটের বলে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন জাকির, রীতিমতো অসম্ভব একটি বলের সম্মুখীন হতে হয়েছিল তাকে যে বলে যে কোন ব্যাটসম্যান আউট হতে বাধ্য। তাই প্রথম ইনিংসে বাকি থাকা সেই রান দ্বিতীয় ইনিংসে করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন জাকির।
দ্বিতীয় ইনিংস শুরুর পর থেকে একের পর এক উইকেট হারিয়ে চলেছে বাংলাদেশ, শেষ পাওয়া খবর পর্যন্ত চার উইকেট হারিয়েছে বাংলাদেশ কিন্তু অপর প্রান্তে পাহাড়ের মত দাঁড়িয়ে রয়েছেন জাকির, ৯৬ বল খেলে 37 রানে নট আউট রয়েছেন তিনি, যার মধ্যে রয়েছে অনবদ্য পাঁচটি বাউন্ডারি। তাকে আউট করার কোন রাস্তা খুঁজে পাচ্ছে না ভারতীয় বোলাররা।
বাংলাদেশ এখনো পর্যন্ত ভারতের প্রথম ইনিংসের লিড থেকে কিছু রান পিছিয়ে রয়েছে, জাকির এর সাথে ব্যাট করছেন মুশফিকুর রহিম, ভারতের এই লিড পেরিয়ে বাংলাদেশ কতটা লিড দিতে পারে দ্বিতীয় ইনিংস এর জন্য সেটাই একমাত্র দেখার। তবে এই মেসেজ দিতে হলে বাংলাদেশকে অন্তত ২০০ রান তো লিড দিতেই হবে ভারতীয় ব্যাটিং অ্যাটাকের সামনে।