ব্যাট হাতে তাণ্ডব লিটন দাসের! লিটনের ঝোড়ো ইনিংসে বড় লিড বাংলাদেশের

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ইতিমধ্যে পরাজিত হয়েছে বাংলাদেশের দল তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে বেশ কিছুটা দুরন্ত পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের। প্রথম ইনিংসে ২২৭ রান করার পর ভারতীয় দল 87 রানের লিড পেয়ে যায় যখন তারা ৩১৪ রান করে, তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল ঘুরে দাঁড়িয়েছে।

প্রথমে জাকিরের দুরন্ত অর্ধশতরান তারপরে লিটনের দুর্দান্ত ইনিংস এবং তার সাথে সোহানের ইনিংস সবমিলিয়ে বাংলাদেশের লিড বেশ কিছুটা বেড়েছে। ৫১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়েছেন জাকির, ইতিমধ্যে নিজের অর্ধ শতরান সম্পূর্ণ করে নট আউট রয়েছেন লিটন দাস। ৩১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন বাংলাদেশের উইকেট কিপার সোহান। যার দৌলতে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০০ রানের লিড পেরিয়ে গেছে।

আরো কিছু রান করতে পারলে এই রান করা ভারতীয় দলের পক্ষে বেশ কিছুটা কঠিন হতে পারে সেটা পরিষ্কার। তবে ভারতীয় দল এখন চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশকে অল উইকেট করার তবে রীতিমত পাহাড়ের মত দাঁড়িয়ে রয়েছে লিটন দাস।

ঠিক কত রান পর্যন্ত বাংলাদেশ যেতে পারবে এখন সেটাই দেখার, চতুর্থ ইনিংসে রান করা এমনিতেই কঠিন হয় তাই ১৭০-৮০ রান করতে পারলে সেটা জয়ের জন্য যথেষ্ট হতে পারে যদি বাংলাদেশ বুদ্ধি করে বোলিং করে।