চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় চোটে পড়েন কেন উইলিয়ামসন। এরপর তার হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়। যারফলে মাঠের ক্রিকেটে ফিরতে ছয় মাসের বেশি সময় লাগতে পারে কিউই অধিনায়কের। তাই আসন্ন ভারত বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।তবে যদি ক্রিকেটার হিসেবে খেলতে না পারেন, তাহলে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যানকে।
মেন্টর হিসেবে বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন উইলিয়ামসন, এমনটাই জানিয়েছেন গ্যারি স্টেড। ক্রিকেটার হিসেবে যেতে না পারলে উইলিয়ামসনকে মেন্টর হিসেবে ভারত নিয়ে যাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে কিউইদের প্রধান কোচ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’কদিন আগে ডানহাতি এই অভিজ্ঞ ব্যাটারের হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্রোপচারটি সফল হয়েছে। মেন্টর হিসেবে নেয়ার কথা জানালেও ক্রিকেটার হিসেবে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না দলটির প্রধান কোচ।
উইলিয়ামসনের বিশ্বকাপ খেলা নিয়ে স্টেড বলেন, ‘এখনই এটা বলা কঠিন। কারণ এখনও অনেক সময় বাকি আছে। কদিন আগে তার অপারেশন হয়েছে এবং আজ পর্যন্ত আমরা জানি সেটা সফল হয়েছে। সে এখন পুনবার্সন প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে রয়েছে।’‘তার পায়ে এখনও বন্ধনী রয়েছে। সব ঠিকঠাকভাবে চলছে। আমরা কেনকে (উইলিয়ামসন) পর্যবেক্ষণ করছি।
সে বিশ্বকাপ খেলবে সেটা এখনও অনিশ্চিত। কিন্তু তার যে যোগ্যতা আর সক্ষমতা তাতে আমরা তাকে এখনই বাতিল করতে চাই না। এটা বলা তাড়াতাড়ি হবে তবে এখনও সম্ভাবনা (বিশ্বকাপ খেলার) আছে।’-আরও যোগ করেন তিনি।