মেলবোর্ন টেস্টে রুদ্ধশ্বাস জয় অজিদের! টানটান ম্যাচে দ: আফ্রিকাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া!

ব্রিসবেনের প্রথম টেস্ট দু’দিনেই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নের দ্বিতীয় টেস্ট চতুর্থ দিনে টেনে নিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচের ফলাফলে কোনও বদল হয়নি। বক্সিং ডে টেস্টেও একতরফা জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেন প্যাট কামিন্সরা।মেলবোর্নে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা প্রথম ইনিংসে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়।

মারকো জানসেন ৫৯ ও কাইল ভেরেইন ৫২ রান করেন। ক্যামেরন গ্রিন ২৭ রানে ৫টি উইকেট নেন।পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৫৭৫ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ডেভিড ওয়ার্নার ২০০, অ্যালেক্স ক্যারি ১১১, স্টিভ স্মিথ ৮৫, ট্রেভিস হেড ৫১ ও ক্যামেরন গ্রিন অপরাজিত ৫১ রান করেন। এনরিখ নরকিয়া ৯২ রানে ৩টি উইকেট নেন। ১৪৪ রানে ২টি উইকেট নেন কাগিসো রাবাদা।প্রথম ইনিংসের নিরিখে ৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা।

তারা তৃতীয় দিনের খেলা শেষ করে ১ উইকেটে ১৫ রান তুলে। তার পর থেকে খেলা শুরু করে চতুর্থ দিনে প্রোটিয়া দল তাদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ২০৪ রানে। এক ইনিংস ও ১৮২ রানের বিশাল ব্যবধানে মেলবোর্ন টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া।দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সব থেকে বেশি ৬৫ রান করেনন তেম্বা বাভুমা। এছাড়া সারেল এরউই ২১, থিউনিস ডি’ব্রুইন ২৮, খায়া জোন্দো ১, কাইল ভেরেইন ৩৩, মারকো জানসেন ৫, কেশব মহারাজ ১৩, কাগিসো রাবাদা ৩, এনরিখ নরকিয়া অপরাজিত ৮ ও লুঙ্গি এনগিদি ১৯ রান করেন। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন ডিন এলগার।

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে ন্যাথন লিয়ঁ ৫৮ রানে ৩টি উইকেট নেন। ৪৯ রানে ২টি উইকেট দখল করেন স্কট বোল্যান্ড। ১টি করে উইকেট পকেটে পোরেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও স্টিভ স্মিথ।কেরিয়ারের শততম টেস্ট দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

সেদিক থেকে ম্য়ান অফ দ্য ম্যাচের স্বীকৃতি দিয়ে কেরিয়ারের মাইলস্টোন টেস্ট স্মরণীয় করে রাখেন ডেভিড। ৪ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে দু’দল।