২০২০ সালের পর আবারও মেসি-রোনালদো দ্বৈরথ দেখবে ফুটবল বিশ্ব। এর আগে ২০২০ এর চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিলেন তাঁরা। বিদেশি গণমাধ্যমগুলো দেয়া তথ্য অনুযায়ী এই ম্যাচের একটি টিকিটের দাম বাংলাদেশি টাকায় ৭ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৩৩০ টাকা।এই ম্যাচের টিকিট নিয়েই চলছে এক প্রকার তুমুলকান্ড।
প্রথম দিকে এই ম্যাচের টিকিটমূল্য নির্ধারিত ছিল ২.৫ লাখ ইউরো। যা ছিল নিলাম প্রক্রিয়ার অধীন। পরবর্তীতে এই মূল্য ছাড়িয়ে হয়েছে ৭.৫ লাখ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৩৩০ টাকা। এই ম্যাচে প্রায় ৬৮ হাজার দর্শক খেলা দেখার সুযোগ থাকলেও টিকিটের আবেদন আসে প্রায় ২৫ লাখ।
মেসি-রোনালদো দ্বৈরথ মানেই ফুটবল ভক্তদের মাঝে এক অন্যরকম উন্মাদনা। ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি ক্লাব “আল নাসেরে” যোগ দেয়ার পর অনেকে হয়ত এই দুই মহাতারকার দ্বৈরথ দেখার আশা অনেকটা ছেড়েই দিয়েছিলেন।
তবে বৃহস্পতিবার সৌদির কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য রিয়াদ একাদশ এবং পিএসজির মধ্যকার ম্যাচের মধ্যে ভক্তদের সেই আশা আবারও পূরণ হতে যাচ্ছে।