সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিভিন্ন জিনিসের সাক্ষী হওয়া যায়। গোটা বিশ্বের নানান অভূতপূর্ব দৃশ্য দেখা যায় এই নেট দুনিয়ার পাতায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির প্রাণী কেউই বাদ যায় না ভাইরাল হতে। তবে সোশ্যাল মিডিয়ায় যে জাতীয় প্রাণীর ভিডিও বেশি জনপ্রিয়তা পায় সেগুলি হল সাপের ভিডিও। প্রায়শই তাদের নানান কর্মকাণ্ড চমকিত করে তোলে সাইবারবাসীদের।
সারা বিশ্ব জুড়ে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। তবে গ্রাম বাংলায় অধিক পরিমাণে দেখা যায় কেউটে, অজগর এই প্রজাতির সাপেদের। তবে এরা ভয়ংকর বিষধর প্রজাতির হওয়ার জন্য এদের থেকে বেশ দূরত্ব বজায় রেখে চলে। সাধারণ মানুষ বর্তমানে নেট দুনিয়ার পাতায় এক অদ্ভুত প্রজাতির সুন্দর দেখতে পাইথনের মুহূর্ত বেশ ভাইরাল হয়ে উঠলো। এমন প্রজাতির সাপ কেউই সামনে থেকে দেখেওনি আর দেখলে ভয় লাগবে এমনটা নয়!
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, একটি মাঠের মধ্যে দিয়ে এঁকেবেঁকে চলেছে অদ্ভুত সাদা রঙের একটি সাপ। সাপটি পাইথন তবে বিশেষভাবে বল পাইথন (Ball python) প্রজাতির। মাঠের চারিদিকে ছড়ানো ফুলের মধ্যে দিয়ে রীতিমত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সে। স্বাভাবিকভাবেই এই বিষধর সাপকে দেখেও সাইবারবাসীদের এতটুকু ভয় লাগেনি বরং তারা মুগ্ধতাই প্রকাশ করেছে।
ইনস্টাগ্রামে ‘ওয়ার্ল্ড অফ স্নেক’ নামের একটি একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। প্রায় ৩ লাখ ভিউজ সংখ্যা ছাড়িয়েছে এই ভিডিওটি। এমনকি ২০ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছে। প্রত্যেকেইসাপটিকে ভালোলাগার নানান কথা তুলে ধরেছি কমেন্ট বক্সের মাধ্যমে।