ব্যাট হাতে ৭৫ রান আর বোলিংয়ে ৪ উইকেট। অলরাউন্ডিং পারফরম্যান্স যাকে বলে আরকি! অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটে-বলে পারফরম্যান্স করেও সাকিবের ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এগোনোর সুযোগ নেই। কারণ এরই মধ্যে যে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে বসে আছেন সাকিব। আর তো ওপরে ওঠার সুযোগ নেই!ব্যাটসম্যান ও বোলারদের র্যাঙ্কিংয়ে অবশ্য এখনো উন্নতির অনেক সুযোগ আছে সাকিবের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর র্যাঙ্কিংয়ে সেই ছাপই দেখা গেছে।
তৃতীয় ওয়ানডেতে ফিফটির আগের ম্যাচেও ফিফটির দেখা পেয়েছিলেন সাকিব। যে কারণে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৩ ম্যাচের সিরিজে ৬ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে আছেন পাঁচে।ওপরে ওঠার সুযোগ না থাকলেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে সাকিবের। ১৫ রেটিং পয়েন্ট বেড়েছে এই অলরাউন্ডারের। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের প্রভাব পড়েছে জেসন রয়, জস বাটলার, ডেভিড ম্যালানদের র্যাঙ্কিংয়েও।
নিয়েছেন মাত্র ৪ উইকেট। যে কারণে ভারতীয় এই স্পিনারের রেটিং পয়েন্ট কমেছে ৬। পয়েন্ট অবশ্য বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে অশ্বিনের। কারণ, বোর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে আগামীকালই মাঠে নামবে ভারত। সেই সুযোগ অবশ্য অ্যান্ডারসন পাচ্ছেন না। জুনের আগে কোনো টেস্ট নেই ইংল্যান্ডের।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছিলেন রয়। এতে পাঁচ ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন রয়। প্রথম ওয়ানডেতে করা সেঞ্চুরি ম্যালানকে ২২ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে নিয়ে এসেছে। জস বাটলার আছেন ১৬তম স্থানে, এগিয়েছেন ৪ ধাপ।টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিয়ে কঠিন লড়াই চলছে রবিচন্দ্রন অশ্বিন ও ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের। দুজনের রেটিং পয়েন্টই ৮৫৯। ৮৬৫ নিয়ে গত সপ্তাহে শীর্ষে থাকা অশ্বিন ইন্দোর টেস্টে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি।
দীর্ঘদিন শীর্ষে থাকা প্যাট কামিন্স আছে ৩ নম্বরে। কারণ ৮৪৯ রেটিং পয়েন্টের মালিক কামিন্স পারিবারিকভাবে মাঠের বাইরে আছেন। তাই আপাতত অশ্বিন, অ্যান্ডারসনকে কামিন্সের সঙ্গে লড়তে হচ্ছে না। তবে বোলারদের তালিকায় ৪ নম্বরে থাকা কাগিসো রাবাদা চ্যালেঞ্জ জানাতে পারে অশ্বিন ও অ্যান্ডারসনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই ৮ উইকেট নিয়েছিলেন রাবাদা। আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন রাবাদা।