পাকিস্তান দলের প্রধান সিলেক্টর হলেন শাহিদ আফ্রিদি

পাকিস্তান দলে বর্তমানে বেশ কিছু পরিবর্তন চলছে। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া রীতিমতো লজ্জাজনক পরিস্থিতি তৈরি করেছে পাকিস্তানের জন্য। একদিকে যেমন ভীষণ রকম চাপের মধ্যে পড়তে হচ্ছে পাকিস্তানের অধিকাংশ ব্যাটসম্যান বিশেষত বাবর রিজওয়ান দের, ঠিক তার পাশাপাশি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সদস্যদের একে একে ছাটাই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল যে রামিজ রাজা তার পদ হারাতে পারেন। আর সেই গুজব অবশেষে সত্যি তে পরিণত হয়েছে এবং রীতিমতো নিজের পদ হারিয়েছেন রামিজ রাজা। শুধু তাই নয় পাকিস্তানের পুরো সিলেকশন কমিটি যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2023 সালের বিশ্বকাপের পর তাদেরকে এই মুহূর্তেই ছাটাই করে ফেলা হয়েছে এবং পাকিস্তানের নতুন চিফ সিলেক্টর হলেন শাহিদ আফ্রিদি।

জানিয়ে রাখবো যে বিশ্বকাপে টিম সিলেকশন থেকে শুরু করে বর্তমান মুহুর্তে পাকিস্তান দলের সিলেকশন সবকিছু নিয়েই অনেক বিতর্ক তৈরি হয়েছে এমনকি বাবরের উপর অনেক অভিযোগ উঠেছে তিনি নাকি নিজের এলাকার ছেলেদের বেশি করে সুযোগ দিচ্ছেন এবং অনেক ট্যালেন্টেড ক্রিকেটারদের তিনি দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন।

সেই সমস্ত অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যা তার কোন বিচার না হলেও পাকিস্তানের ক্রিকেট বোর্ড নড়েচড়ে বসেছে এই বিষয়টি স্পষ্ট আর সেই কারণেই সম্পূর্ণ সিলেকশন কমিটি থেকে শুরু করে পাকিস্তানে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এমনকি পাকিস্তানী ক্রিকেটের চিফ সিলেকটার কেউ তার পদ ছাড়তে হয়েছে এবং নতুন সিলেক্টর হলেন শাহিদ আফ্রীদি যিনি একটা সময় পাকিস্তানের অধিনায়কত্বও করেছেন।