নিজের জায়গা বাঁচাতে এই তিন খেলোয়াড়ের কেরিয়ার ধ্বংস করছেন রোহিত শর্মা

রোহিত শর্মা যে কত বড় ক্রিকেটার সেটা আর আলাদা করে কাউকে বলার প্রয়োজন পড়ে না। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তার ব্যাট থেকে এসেছে ঝুড়ি ঝুড়ি রান। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার জুড়ি মেলা ভার। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা (Rohit Sharma)।

তবে শেষ কয়েক মাস ধরে ফর্মের অভাবে ভুগছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাট হাতে রান পাচ্ছেন না রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ হয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। যার ফল ভোগ করতে হয়েছিল ভারতীয় দলকে। অনেকেই রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। আর এমন পরিস্থিতিতে রোহিতও বুঝতে পেরেছেন তিনি অধিনায়ক না থাকলে হয়তো দলে সুযোগ পেতেন না।রোহিত শর্মার জন্য ভালো পারফরম্যান্স করেও দলের বাইরে থাকতে হচ্ছে ভারতের তিনজন বিধ্বংসী ওপেনারকে।

পৃথ্বী শাহ- ভারতের এই তরুণ ওপেনার ব্যাট হাতে সব সময় বিধ্বংসী পারফরম্যান্স করে থাকেন। তিনি ব্যাট হাতে ক্রিজে নামলে বিপক্ষ দলের বোলাররাও ভয় পায়। আই পি এল এবং ঘরোয়া ক্রিকেটে একাধিক বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলে সেই ভাবে সুযোগ পাচ্ছেন না পৃথ্বী। অনেকেই মনে করছেন রোহিত শর্মার জন্যই কার্যত কেরিয়ার শেষ হতে চলেছে ২৩ বছর বয়সী এই তরুণ ওপেনারের।

ঋতুরাজ গায়কোয়ার্ড:- দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ভালো পারফরম্যান্স করছেন এই তরুণ ওপেনার। তবে এবারের বিজয় হাজারে ট্রফিতে স্বপ্নের ফর্মে ছিলেন ঋতুরাজ গায়কোয়ার্ড। এবারের বিজয় হাজারে ট্রফিতে ৫ ম্যাচে ৬৬০ রান করেছেন ঋতুরাজ গায়কোয়ার্ড। সিরিজের সেরাও হয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল তিনটি ম্যাচেই সেঞ্চুরি করেন ঋতুরাজ গায়কোয়ার্ড।

শুভমান গিল:- ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ভালো পারফরমেন্স করার নিরিখে বেশ কয়েকবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন শুভমান গিল। যতবারই তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন ততবারই পারফরম্যান্স করেছেন। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে রোহিত শর্মা, কে এল রাহুল না থাকায় ভারত ওপেনার হিসেবে ব্যাটিং এর সুযোগ পেয়েছিলেন তিনি। ব্যাট হাতে রানও করেছেন। তবে রোহিত, রাহুলরা চলে আসায় রান করেও দল থেকে বাদ পড়তে হয়েছে শুভমান গিলকে।