চোটের সঙ্গে পেসার তাসকিন আহমেদের সখ্যতাটা নতুন কিছু নয়। তাসকিনের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর ইনজুরির সংখ্যা হিসেব করলেই দেখা যায়, অধিকাংশ সময়েই এই পেসারকে থাকতে হয়েছে মাঠের বাইরে। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের কথাই ধরা যাক। পিঠের ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই ওয়ানডে মিস করেছেন এই স্পিডস্টার।
তৃতীয় ওয়ানডে খেললেও এবার শঙ্কা জেগেছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে।বুধবার শুরু চট্টগ্রাম টেস্ট, তার আগে সোমবার ভারতের বিপক্ষে ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন তাসকিন আহমেদ। সেখানে কথা বলার সময়ে তাসকিনের কাছে জানতে চাওয়া হয় টেস্টের আগে শারীরিক এবং মানসিকভাবে কতটা ফিট। এমন প্রশ্নের জবাবে অবশ্য তাসকিন কিছুটা দুঃসংবাদই শোনালেন।
জানালেন নির্ভর করছে সবকিছু ফিটনেসের উপরে।যেমনটা বলছিলেন তাসকিন, ‘এটা নিয়ে এর মধ্যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। যেহেতু মাত্রই চোট থেকে ফিরেছি, তারা আমার বিল্ড আপ নিয়ে দুশ্চিন্তা করছে। ওয়ার্কলোড বিল্ড আপ, ফিটনেস, বোলিং লোড-সব কিছু বাড়ানো নিয়ে কাজ করছি। যদি এই ম্যাচের আগে লোড পুরোপুরি হয়, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমি খেলব, তাহলে খেলব।’
সেটা না হলে তাসকিনের লক্ষ্য থাকবে দ্বিতীয় টেস্টে। এ নিয়ে ইতোমধ্যে কথাও হয়ে গেছে ম্যানেজমেন্টের সঙ্গে, জানান তাসকিন। তিনি বলেন, ‘যদি না হয়ে থাকে, তাহলে হয়তো এই টেস্টটা ম্যানেজমেন্ট নাও খেলাতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে।
এটা নিয়ে ম্যানেজমেন্ট দুশ্চিন্তা করছে। আমার সঙ্গে কথাও বলেছে। আমাকে ওয়ার্কলোড প্ল্যান দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করছি।’