রোশনি ভট্টাচার্য্য নামটা বর্তমানে বাংলা টেলিভিশন দর্শকদের মাঝে নেহাতই অপরিচিত নয়। এই অভিনয় জগতে বেশ কয়েকবছর কাটিয়ে দিলেও, জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিকে রানীমার ছোট মেয়ে ‘জগদম্বা’র চরিত্র অভিনেত্রীকে দর্শকমহলে এক বিপুল পরিচিতি এনে দিয়েছে।
আপাতত, দর্শকদের কাছে রোশনি ভট্টাচার্য্য স্টার জলসার ‘গোধূলি আলাপ’এর নোলকের উকিল দিদি নামেই পরিচিত। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম রোহিনী। শুরু থেকেই অভিনেত্রী এই চরিত্রে নজর কেড়েছেন দর্শকদের। উল্লেখ্য, নেতিবাচক চরিত্রেই দেখা মিলছে তার।তবে সম্প্রতি অভিনয়ের সূত্র ধরে নয়, নিজের শেয়ার করা ছবির সূত্র ধরেই চর্চায় তিনি।আপাতত, ছুটির মেজাজে রয়েছেন রোশনি ভট্টাচার্য্য। নিজের জীবনসঙ্গী তূর্য সেনের সাথেই ছুটি কাটাচ্ছেন সিঙ্গাপুরে। আইনি বিয়ে সেরেছেন আগেই।
আপাতত, তাদের যুগোলে ছুটি কাটানোর ঝলক মিলছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই।সম্প্রতি সিঙ্গাপুরে নিজেদের হোটেলের সুইমিং পুল থেকেই নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী, যার সূত্র ধরেই আপাতত মিডিয়ার চর্চার আলোয় অভিনেত্রী। রইল সেই ছবি।
উল্লেখ্য, মঙ্গলবার ছিল ‘ওয়ার্ল্ড বিকিনি ডে’। আর এই দিনেই অভিনেত্রী দেখা দিয়েছেন লাল বিকিনি লুকে। একসাথে নিজের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন রোশনি। ক্যাপশনে লিখেছেন, “ট্রপিকাল স্টেট অফ মাইন্ড”। তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার এমন বিকিনি লুকে সোশ্যাল মিডিয়ার ধরা দিয়েছেন অভিনেত্রী।
পর্দায় বেশিরভাগ সময় অভিনেত্রীকে শাড়িতে দেখা গেলেও বাস্তব জীবনে রোশনি ভট্টাচার্য্য যথেষ্ট মডার্ন, স্টাইলিশ ও বোল্ড অভিনেত্রী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ঝলক মিলবে। অভিনয়ের পাশাপাশি ভ্রমণ তার নেশা। কাজের ফাঁকে সময় সুযোগ পেলেই তূর্য সেনের সাথে বেরিয়ে পড়েন ঘুরতে, তা অজানা নয় কারোরই।