চরম দুঃসংবাদ:প্রথম টেস্টের আগের দিনে হাসপাতালে ভর্তি সাকিব আল হাসান

ভারত বাংলাদেশ সিরিজ বর্তমানে তুলকালাম, চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে ওয়ানডে সিরিজ যেখানে দুই এক ব্যবধানে জয়লাভ করেছে টাইগাররা। সিরিজের তৃতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি ছিল গত ৭ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওই ম্যাচের সময় বিপক্ষ দলের পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পেয়েছিলেন সাকিব।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের আগেরদিন দুশ্চিন্তার খবর বাংলাদেশ শিবিরে। মঙ্গলবার সকালে হাসপাতালে গেছেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। পিঠে বল লাগার পর পেশিতে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা স্ক্যান করার জন্য হাসপাতালে গেছেন তিনি। তবে সাকিবের টেস্ট খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। বিষয়টি দলীয় সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।

পরে এক্স-রেতে রিপোর্ট ইতিবাচক আসে সাকিবের।কিন্তু চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে সাকিবের। অনুশীলনেও ব্যথা অনুভব করছিলেন তিনি। সে কারণে সোমবার দলের সঙ্গে অনুশীলন করেননি দেশ সেরা এই অলরাউন্ডার। মঙ্গলবারও মাঠে আসার পরও ব্যাটিং-বোলিং না করেই হাসপাতালে যান টেস্ট অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট দলের একটি সূত্র জানিয়েছে, ‘সাকিবের পিঠে ব্যাথার জায়গাটা মূলত উমরান মালিকের বলের আঘাতে হয়েছিলো দ্বিতীয় ওয়ানডেতে, সেজন্যই সকালে এসে এক্সরে করাতে চট্টগ্রামের একটি হাসপাতালো ছোটেন অলরাউন্ডার। গতকালকের পর আজও সাকিব ব্যাটিং বোলিং ফিল্ডিং কিছুই করেননি। অনুশীলন মাঠে উপস্থিত থেকে বিশ্রাম নিয়েই সময় কাটান। তবে কোনো শঙ্কা নেই, চট্টগ্রাম টেস্ট খেলবেন সাকিব।’

সব মিলিয়ে আগামী কাল থেকে শুরু হতে যাওয়ার টেস্ট সিরিজ যে ভীষণ গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ হতে চলেছে সেই বিষয়টি পরিষ্কার।