বিপিএলের চলতি আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিবের ফরচুন বরিশাল। নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক চট্টগ্রামকে তারা হারিয়েছে ২৬ রানের বড় ব্যবধানে। চিটাগাং এর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে, ইফতেখার আহমেদের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ২০২ রানের পাহাড় গড়ে ফরচুন বরিশাল।
জবাবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উসমান খানের ব্যাটে উড়ন্ত সূচনা করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ দিকে জিয়াউর রহমানের বিধ্বংসী ব্যাটিংয়েও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত থামে ১৭৬ রানে।বরিশালের রানের পাহাড় টপকাতে নেমে শুরুটা ঝড়ো করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার উসমান খান। সাকিবদের শাসন করেই এই ওপেনার দ্রুত তুলতে থাকেন রান।
দলীয় ৪৮ রানের মাথায় উসমান ঝড় থামান বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বী। ৩টি করে চার ও ছক্কায় ১৯ বলে গত ম্যাচের এই সেঞ্চুরিয়ান করেন ৩৬ রান।এরপর সাকিব-ডি সিলভাদের আঁটোসাঁটো বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি উন্মুক্ত চাঁদ-ম্যাক্স ও’ডিড রা। এই দু’জনের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় চট্টগ্রাম।
শেষ দিকে জিয়াউর রহমান খেলেন চল্লিশোর্ধ্ব রানের ক্যামিও। তবে হয়নি কোন লাভ।শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৩ চার ও ৪ ছক্কায় ২৫ বলে জিয়া অপরাজিত থাকেন ৪৭ রান করে। ম্যাক্স ও’ডিড ২৯ ও আফিফ করেন ২৮ রান। এর আগে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রানের পাহাড় গড়ে ফরচুন বরিশাল।
৩ চার ও ৫ ছক্কায় ২৬ বলে ঝড়ো ৫৭ রানের ইনিংস খেলেন ইফতেখার আহমেদ। এছাড়া ইব্রাহিম জাদরান খেলেন ৪৮ রানের ইনিংস। এনামুল ৩০, মাহমুদউল্লাহ ২৫ ও মিরাজের ব্যাট থেকে আসে ২৪ রান। চট্টগ্রামের পক্ষে ৩টি উইকেট নেন রাহী।