স্বর্ণার ব্যাটে বাংলাদেশের ভারত বধ,ভারতকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের!

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশের মেয়ে দল এখন অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। মূল পর্বের লড়াইয়ে নামার আগে, প্রস্তুতি ম্যাচে খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে দিশা-মারুফারা। যেখানে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।জোহানেসবার্গে এদিন ভারতের বিপক্ষে আগে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল সংগ্রহ করে ১২১ রান।

দলের পক্ষে সর্বোচ্চ রান আসে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। ২ চার ও ৭ ছক্কায় ৫৪ বলে স্বর্ণা খেলেন ৭৮ রানের ইনিংস। আফিয়া হুমায়রা করেন ১২ রান।জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি তুলতে পারেনি ভারতের মেয়েরা। দলটির পক্ষে ৩৬ বলে সর্বোচ্চ ৪৬ রান আসে জি তৃষার ব্যাট থেকে।

এছাড়া অধিনায়ক শেফালি ভার্মা অপরাজিত থাকেন ৪৩ রান করে। ১৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সৌম্যা তিওয়ারি।বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি পেয়েছেন দিপা। উল্লেখ্য, বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশের মেয়েরা।

যেখানে দিশারা সঙ্গী হিসেবে পাচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কার মেয়েদের। আগামী ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

সব মিলিয়ে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ।