বর্তমান মুহূর্তে ভারতীয় দলে সুযোগ পাওয়া একটা বিশাল বড় চ্যালেঞ্জের মত ব্যাপার। ঋষভ পন্থ অথবা কে এল রাহুলের মত ভাগ্যবান প্লেয়ার না হলে ভারতীয় দলে বর্তমান মুহূর্তের জায়গা পাওয়া খুবই মুশকিল তাতে সেই ক্রিকেটার পারফর্ম করুক অথবা না করুক। আর সেই কারণে সঞ্জু স্যামসন এর মত ক্রিকেটার ভারতীয় দলে কোনোভাবেই জায়গা করে উঠতে পারছেন না। এরকম পরিস্থিতিতে সঞ্জু স্যামসন কে নিজেদের দলে খেলার জন্য আহ্বান জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট।
বিগত একটা লম্বা সময় থেকে ভারতীয় দলে একের পর এক ব্যাটিং ট্যালেন্ট এসেই চলেছে। কিন্তু ভারতীয় দলের প্রতিযোগিতা এতটা বেশি সেই কারণে অনেক প্লেয়ার সুযোগ করে উঠতে পারেন না, সুরেশ রায়না আম্বাতি রাইডু এই ধরনের ক্রিকেটারকে ক্যারিয়ারের শেষের দিকে সুযোগের অভাবে অবসর নিতে হয়েছে, অথচ এই সমস্ত ক্রিকেটার অন্য যে কোন দেশে জন্মালে প্রথম একাদশে জায়গা পেতেন।। তাই বেশ কিছুদিন আগে থেকেই ভারতীয় ক্রিকেটারদের উপর নজর রয়েছে আয়ারল্যান্ড ক্রিকেটের, আম্বাতি রায়ঢুকে আয়ারল্যান্ডের খেলার জন্য আহ্বান জানানো হয়েছিল একসময় আর এবার আহ্বান জানানো হয়েছে সঞ্জু স্যামসানকে।
এই বিষয় নিয়ে সঞ্জু স্যামসন এর যে কি উত্তর হতে চলেছে সেটা খুবই পরিষ্কার।। নিজের দেশকে ছেড়ে কখনোই স্যামসাং অন্য দেশে খেলতে যাবেন না, এরকমটা জানা গেছে সঞ্জুর আশপাশের মহল থেকে। ভারতীয় দলের সুযোগ না পেলেও তিনি চেষ্টা করতে থাকবেন এবং নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করবেন এরকমটাই মনে করছে সঞ্জুর ঘনিষ্ঠ মহল, অন্য দেশের হয়ে খেলার কোন প্রশ্নই নেই সঞ্জু স্যামসন এর, তবে রিশব পন্থ এবং কি এল রাহুলের বারংবার সুযোগ পাওয়া এবার ক্রিকেট ভক্তদের ক্ষোভের লিমিট পার করে ফেলছে।
এরকম পরিস্থিতিতে সনি স্যামসং আয়ারল্যান্ডের হয়ে না খেলতে গেলেও ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটাররা অন্য দেশের নিমন্ত্রণ ে সেই দেশের হয়ে খেলতে যাবে না সেটা বলা কঠিন তার কারণ যেভাবে ভারতীয় দলে রাজনীতি হচ্ছে এবং ঋষভ পন্থ, কে রাহুলের মত ক্রিকেটাররা পারফরম্যান্স ছাড়া ভারতীয় দলে থাকছে তা রীতিমত প্রশ্ন তুলছে।
পাশাপাশি জানিয়ে রাখবো যে শ্রীলংকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ কিছু ম্যাচ খেলতে চলেছে ভারত তাও আবার ঘরের মাটিতে সুতরাং সেই সমস্ত সিরিজের ভারতীয় দল কি রকম হবে সেটা একটা বড় প্রশ্ন কারণ শিখর ধাওয়ানের জায়গায় ঈশান কিষানকে নেওয়ার একটা দাবি উঠেছে ভীষণভাবে।।