‘মুসলিম বিশ্বের অর্জন’, মরক্কোর জয়ে আপ্লুত রোনাল্ডোর এককালের ‘প্রিয় বন্ধু’

মরোক্কোর কাছে পর্তুগালের হারে আপ্লুত জার্মান ফুটবলার তথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ মেসুট ওজিল। তুর্কি বংশোদ্ভূত প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা মরোক্কোর জিতকে আফ্রিকা ও মুসলিম বিশ্বের অর্জন হিসেবে দেখছেন। এর একদিন আগেই অবশ্য ‘প্রিয় বন্ধু’ রোনাল্ডোর ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ওজিল। সিআর৭-এর সমালোচকদের উদ্দেশে ওজিল বলেছিলেন যাতে পর্তুগিজ তারকাকে অসম্মান না করা হয়। উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলার সময় ওজিল এবং রোনাল্ডোর সম্পর্ক খুবই ভালো ছিল।

পরে ওজিলকে ছেড়ে দেয় মাদ্রিদ। সেই সময় রোনাল্ডো ‘অসন্তুষ্ট’ হয়েছিলেন বলে দাবি করা হয়।এদিকে মরক্কোর জয় প্রসঙ্গে এক টুইট বার্তায় ওজিল লেখেন, ‘আমি গর্বিত। কী দুর্দান্ত দল মরক্কো। আফ্রিকা মহাদেশ এবং মুসলিম বিশ্বের জন্য কী অসাধারণ এক অর্জন এটা। আধুনিক ফুটবলে এখনও এমন রূপকথা দেখতে পেয়ে খুব ভালো লাগছে – এটা অনেক লোককে শক্তি এবং আশা দেবে।’প্রসঙ্গত, মরক্কোর হাত ধরেই এই প্রথম কোনও আফ্রিকান বা আরব দেশ ফুটবল বিশ্বকাপের সেমিফাইালে উঠেছে।

মরক্কোর খেলোয়াড় এবং কোচ তাদের এই স্বপ্নের দৌড়ের মাধ্যমে আরব বিশ্বকে একত্রিত করার বার্তা দিয়েছেন বারবার। জয়ের পর মরক্কোর খেলোয়াড়দের প্যালেস্টাইনের পতাকা ওড়াতে দেখা গিয়েছে। মরক্কোর সমর্থকদের হাতেও দেখা গিয়েছে প্যালেস্টাইনের পতাকা।

এদিকে গতকাল পর্তুগালকে হারিয়ে ইতিহাস তৈরি করা পর মাঠের মধ্যে ‘সাজদা’ করলেন হাকিমিরা। জয়ের জন্য আল্লাহকে ধন্যবাদ জানান মরক্কোর খেলোয়াড়রা। আচরাফ হাকিমি, ইয়াসিন বোনোদের সাজদার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিশ্বকাপের সেমিফাইনালে গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে নামবে মরক্কো।

আগামী বুধবার (ইংরেজি মতে বৃহস্পতিবার) গভীর রাত সাড়ে ১২টার (ভারতীয় সময়) সময় এই ম্যাচটি হবে। সেই ম্যাচে আরও এক অঘটনের জন্য আশায় বুক বাঁধছে গোটা আফ্রিকা ও আরব বিশ্ব।