একদিকে যেমন চলছে আইপিএল তার পাশাপাশি শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড এর মধ্যে এক দুর্দান্ত টেস্ট সিরিজ চলছে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ক্রিকেট মহলে, ম্যাচের প্রথমেই একের পর এক সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেয় আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা তারা একটা বিশাল ৪৯২ রান করে তার জবাবে ব্যাট করতে নেমে আবার শ্রীলংকা, তার থেকেও বেশি সাতশ রানের গন্ডি পেরিয়ে যায় এবং একের পর এক সেঞ্চুরি করতে থাকে তাদের ব্যাটসম্যানরাও। অথচ ব্যাটসম্যানদের এত এত রানের ম্যাচেও বিশ্বসেরা রেকর্ড ভাঙলেন এক বোলার।
কী রেকর্ড? টেস্টে স্পিনার হিসেবে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। আইরিশদের প্রথম ইনিংস পর্যন্ত ৪৮ উইকেট ছিল তাঁর। সব মিলিয়ে ক্যারিয়ারের সপ্তম টেস্টে ৫০ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চাশ ও ষাটের দশকের বাঁহাতি স্পিনার আল ভ্যালেন্টিনের রেকর্ডটি নতুন করে লিখলেন জয়াসুরিয়া। গল টেস্টে মাঠে নামার আগে ৬ টেস্টে ৪৩ উইকেট ছিল শ্রীলঙ্কান স্পিনার প্রবাত জয়াসুরিয়ার। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ১৭৪ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ডটি নাগালেই রেখেছিলেন বাঁহাতি এ স্পিনার।
নিজেদের প্রথম ইনিংসে ৪৯২ রানে অলআউট হয় আইরিশরা। এরপর শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৭০৪ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে আয়ারল্যান্ড এখনো ৯১ রান পিছিয়ে। কাল চতুর্থ দিনের শেষ সেশনে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে পিটার মুরকে আউট করে প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছিলেন জয়াসুরিয়া। আর আজ শেষ দিনে সকালের সেশনে পল স্টার্লিংকে ফিরিয়ে রেকর্ডটি গড়েই ফেললেন।ক্যারিয়ারের অষ্টম টেস্টে এসে ৫০ উইকেটের দেখা পেয়েছিলেন ১৯৫০ সালে ইংল্যান্ড সফরে অমরত্ব পাওয়া ভ্যালেন্টিন। সেবার ইংল্যান্ড সফরে গিয়ে ট্যুর ম্যাচসহ সব মিলিয়ে ২১ ম্যাচে ১১৮৫.২ ওভার বল করে ১২৩ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ‘ভিক্টরি ক্যালিপসো’ গানে ঠাঁই করে নেওয়া ভ্যালেন্টিন। আর সে সফরে চার টেস্টে ৩৩ উইকেট নেওয়ায় সর্বোচ্চ উইকেটও ছিল তাঁর।
ইংল্যান্ডের মাটিতে সেবারই প্রথম টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এমন পারফরম্যান্সের পর ১৯৫১ সালে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের তালিকা থেকে তাঁকে আর বাদ দেওয়া যায়নি।তবে প্রবাত জয়াসুরিয়া ভ্যালেন্টিনের সঙ্গে শুধু ম্যাচসংখ্যায় নয়, বোলিং করার ইনিংসসংখ্যাতেও এগিয়ে। ক্যারিয়ারের সপ্তম ম্যাচে ১১তম ইনিংসে এসে রেকর্ডটি গড়লেন এই লঙ্কান। ভ্যালেন্টিন ক্যারিয়ারের অষ্টম টেস্টে এসে ১৫তম ইনিংস রেকর্ডটি গড়েছিলেন। সেটি ছিল ১৯৫১ সালের ৩১ ডিসেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে। অর্থাৎ ৭১ বছর পর ভ্যালেন্টিনের সেই রেকর্ড ভাঙলেন জয়াসুরিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক অভিষেকের ১ বছর ২০৬ দিনের মাথায় এই রেকর্ড গড়েছিলেন ভ্যালেন্টিন। গত বছরের ৮ জুলাই এই গলেই টেস্ট অভিষিক্ত জয়াসুরিয়া তাঁর রেকর্ডটি ভাঙতে সময় নিলেন ২৯৪ দিন।
স্পিনার ও পেসার মিলিয়ে অবশ্য প্রবাত জয়াসুরিয়ার ওপরে আছেন একজন। তিনি অস্ট্রেলিয়ার ‘টেরর’খ্যাত কিংবদন্তি পেসার চার্লি টার্নার। ১৮৮৭ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ১ বছর ২১৫ দিনে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে ১১তম ইনিংসে এসে ৫০ উইকেটের দেখা পেয়েছিলেন টার্নার। বলা হয়, অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে যত কিংবদন্তি পেসার এসেছেন, টার্নার তাঁদের মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে টেস্টে সবার আগে ১০০ উইকেট নেওয়ার কীর্তি তাঁর। আর টেস্ট ইতিহাসেরই একমাত্র বোলার হিসেবে ৬ টেস্টের মধ্যে নিয়েছেন ৫০ উইকেট।