আফ্রিদির ইয়র্কারে চোখ ধাঁধিয়ে গেল বাটলারের, দশ হাত দূরে উড়ে গেল স্টাম্প- ভিডিয়ো

পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি আগুনে মেজাজে রয়েছেন। চলতি টি-টোয়েন্টি ব্লাস্টে তিনি যে ভাবে জস বাটলারকে বোল্ড করেছেন, তাতে পুরনো আফ্রিদির ঝলক স্পষ্ট। এক দুরন্ত ইয়র্কার দিয়ে বাটলারের স্টাম্প উড়িয়ে দিয়েছেন আফ্রিদি।টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচে রবিবার নাটিংহ্যামশায়ার এবং ল্যাঙ্কাশায়ার মুখোমুখি হয়েছিল। টস জিতে প্রথম ব্যাট করতে নামে ল্যাঙ্কাশায়ার। ওপেন করতে নেমে জস বাটলার বরাবারের মতো মারকুটে মেজাজেই ছিলেন।

কিন্তু পঞ্চম ওভারের শেষ বলে আফ্রিদির ভয়ানক বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাটলার। ল্যাঙ্কাশায়ারের স্কোরবোর্ডে বাটলার ২৩ রান (১৬ বলে) যোগ করেন। বাটলারের ইনিংসে রয়েছে তিনটি চার। বাটলার আরও ভয়ানক হয়ে ওঠার আগেই তাঁকে ফেরান আফ্রিদি। শাহিন আফ্রিদির এটি অন্যতম সেরা বল। আফ্রিদির এই বলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়েছে।

ল্যাঙ্কাশায়ার প্রথম ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারেই অলআউট হয়ে যায়। ১৪৫ রান করতে পারে তারা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন লিয়াম লিভিংস্টোন। তিনি ৩০ বলে ৩৪ রান করেন। এ ছাড়া ২০ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ড্যারিল মিচেল। তৃতীয় সর্বোচ্চ রান বাটলারের। ২৩ করেন তিনি। এ ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন ফিল সল্ট (১২), রব জোনস (১০) এবং জর্জ বেল (১০)। তবে অবস্থা তাদেরও তথৈবচ। বাকিরা তো দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি।

নাটিংহ্যামশায়ারের হয়ে শহিদ আফ্রিদি ৩ ওভার বল করে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন। ম্যাচ কাটার আবার ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া দু’টি করে উইকেট নিয়েছেন জ্যাক ব্রুকস এবং কেলভিন হ্যারিসন। একটি উইকেট নিয়েছেন সামিত প্যাটেল।এর আগে টি-টোয়েন্টি ব্লাস্ট লিগের অন্য ম্যাচে ওরকেস্টারশায়ার বিপক্ষে এক ওভারে চারটি ছয় মেরেছিলেন পাকিস্তানের তারকা বোলার।

সে বার ইনিংসের ১৬তম ওভারে বিপক্ষ বোলার মাইকেল ব্রেসওয়েলকে ৪টি ওভার বাউন্ডারি মেরে সকলকে চমকে দিয়েছিলেন আফ্রিদি। বিশ্বকাপের আগে ফের পুরনো ফর্মে ধীরে ধীরে ফিরে আসছেন তারকা পাক পেসার। এই বছর মার্চ মাসে নটিংহ্যামশায়ার নিজেদের দলের সই করান পাকিস্তানের এই তারকা জোরে বোলারকে।