বৃষ্টিমুখরিত ম্যাচে কম রানে আউট হয়েও ক্রিকেটের সবথেকে বড়ো রেকর্ড গড়লেন তামিম ইকবাল!

আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের টাইগাররা। জয়ের লক্ষ্যে ম্যাচে নামলেও প্রথম থেকেই একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ। তামিম সাকিব লিটন মুশফিকুর কেউই বড় রানের ইনিংস খেলতে পারেনি। তবে তামিম ইকবাল আজকে ব্যর্থ হলেও, অনবদ্য একটি রেকর্ড এর মালিক তিনি হয়েছেন।

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাশ। শুরুর দুই ওভারেই ১৪ রান সংগ্রহ করে তারা। কিন্তু ২১ বলে ২ বাউন্ডারিতে তামিম আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৩৫ রানের পার্টনারশীপ করে শুরুর ধাক্কা সামাল দেন লিটন ও নাজমুল হোসেন শান্ত। ১৬ বলে ১২ রান করে নাজমুল আউট হলে ভাঙে জুটি।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি লিটনও। ৩৫ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৬ রান করে মুজিব উর রহমানের বলে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ওপেনার ব্যাটার। ইনিংস বড় করতে পারেননি অভিজ্ঞ সাকিব আল হাসানও। ৩৫ বলে মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এরপর উইকেটে টিকতে পারেননি ফর্মে থাকা মুশফিকুর রহিমও। ৩ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি।আফগানিস্তানের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন ফজল হক ফারুকি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, মুজিবুর রহমান ও রশিদ খান।

২১ বলে ১৩ রানের আউট হয়ে গেলেও তামিম ইকবাল একটি অনবদ্য রেকর্ড গড়েছেন এবং বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি একটি নজির গড়লেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিনি ৮০০০ রান সম্পন্ন করলেন যা রীতিমতো একটি ঐতিহাসিক ব্যাপার।