‘তামিম নিয়ে এত প্রশ্ন হলে আমি চলে যেতে পারি!’ : বি’স্ফোরক মন্তব্য করলেন লিটন দাস !

তামিম ইকবালের (Tamim Iqbal) অবসর নিয়ে বাংলাদেশ ক্রিকেটে অস্বস্তি ছিল। সেটি অস্থায়ী অধিনায়ক লিটন দাসের (Litton Das) কথাতেই পরিষ্কার হয়ে গিয়েছে। ঘরের মাঠে বাংলাদেশ বিপক্ষ দল আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে।সেই নিয়ে শুক্রবার ম্যাচের আগেরদিন প্রথাগত সাংবাদিক সম্মেলনে লিটন বলেছেন, আমি জানি না কী কারণে তামিম ভাই অবসর নিয়েছেন। সেদিন দুপুর একটার সময় জানতে পারি ওঁর অবসর নেওয়ার কথা। দীর্ঘদিন ওঁর সঙ্গে খেলেছি, ভাবতে পারিনি এমন সিদ্ধান্ত নিয়ে নেবে। তবে সবাইয়ের উচিত তামিম ভাইয়ের সিদ্ধান্তকে সম্মান জানানো।

লিটন যখন এইসব কথা বলছেন, সেইসময়ও জানতেন না বাংলাদেশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম অবসর ভেঙে বেরিয়ে এসেছেন। লিটনকে বরং বাংলাদেশের সংবাদমাধ্যম বারবার তামিম নিয়ে প্রশ্ন করলে তিনি চটে যান। লিটন বলতে থাকেন, ‘আরে ভাই, আমি তো এখানে শনিবারের ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি। আপনারা একের পর এক তামিম ভাই প্রশ্ন করেই চলেছেন। আমার চেয়ে এই প্রশ্নের জবাব বাংলাদেশ ক্রিকেট সভাপতি ও কোচ বলতে পারবেন। তাঁদের এমন প্রশ্ন করবেন। আমি তো অর্ধেক এর উত্তর দিতে পারব না। আমার তো মনে হয় সাংবাদিক সম্মেলন কক্ষ থেকে আমার চলে যাওয়াই উচিত হবে।’

লিটন জানিয়ে দিয়েছেন, ‘তামিমের অভাব টের পাওয়া যাবে কিনা, সেটি আমি বলতে পারব না। তবে কারও জন্য কারও আটকায় না। হয়তো কালই আমি চোটের কারণে বাতিল হয়ে গেলাম। কেউ না কেউ আমার জায়গা ঠিক পূরণ করে দেবে, এটাই প্রক্রিয়া বলতে পারেন।’

“আজকে দুপুর বেলায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় আমন্ত্রণ জানিয়েছেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। কারণ, আমি সবাইকে ‘না’ বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি, তাকে ‘না’ বলা আমার পক্ষে অসম্ভব।” “তাতে পাপন ভাই, মাশরাফি ভাই ছিলেন বিগ বিগ ফ্যাক্টর। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে এক-দেড় মাসের একটা ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো কিছু, মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি… তার পর যা করা দরকার ও তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাল্লাহ খেলব।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লম্বা সময় আলোচনার পর অবসরের ঘোষণা প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী তাকে খেলায় ফেরার ‘নির্দেশ’ দিয়েছেন বলেও জানান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। আপাতত এক-দেড় মাসের বিরতি নিয়ে এশিয়া কাপ থেকে আবার মাঠে ফিরবেন তিনি।