‘ছন্দে থাকলে জিম্বাবুয়েও চ্যালেঞ্জিং দল’ ভারত ম্যাচের আগে তাসকিনের মন্তব্যে তোলপাড়!

২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। একদিকে ভারতের মতো কঠিন প্রতিপক্ষ অন্যদিকে নিজেদের সবচেয়ে নাজুক ফরম্যাট টাইগারদের জন্য। এমন পরিস্থিতি বোঝাতে গিয়ে পেসার তাসকিন আহমেদ টানলেন জিম্বাবুয়ের উদাহরণ।ভারতের বিপক্ষে ১১ টেস্ট খেলে বাংলাদেশের জয় নেই একটিতেও, ড্র হয়েছে ২ ম্যাচে।

১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।তার আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন পেসার তাসকিন আহমেদ। টেস্টে ভারতকে মোকাবেলা করা কতটা কঠিন হবে? এমন প্রশ্নের সম্মুখীন হন এই পেসার।জবাবে বলেন, ‘প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং মনে হয়। কয়েকদিন আগে জিম্বাবুয়েকেও চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, যখন ওরা জিতেছে (টি-টোয়েন্টি বিশ্বকাপ)।’

টেস্ট জয়ের মূলমন্ত্র হল প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ায় নজর দেওয়া। বাংলাদেশের বোলিং আক্রমণে এখন পেসারদের জয়জয়কার। ২০২১ সাল থেকে টাইগার পেসাররা উইকেট নিয়েছে ৮০ টি! ভারতের বিশ্বমানের ব্যাটিং অর্ডারে খানিক অস্বস্তি দিতে পেসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তাসকিন বলছেন ঐক্যবদ্ধভাবে তারা নিজেদের সেরাটা দিবেন, ‘পেস বোলিং গ্রুপের সবাই…সবার মধ্যে মিল আছে, সবার মধ্যে উন্নতির জায়গা আছে। সেই সঙ্গে ম্যানেজমেন্ট তো সাহায্য করছে, ওয়ার্ক ইথিসকস ভালো হয়েছে।’‘সবাই চেষ্টা করছে। এটা ছাড়া তো কিছু নাই। এই ইচ্ছেটাই যদি থাকে একটা সময় আরও ভালো দল হবে। প্রক্রিয়ার বাইরে তো কিছু নাই।

দিনশেষে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ওরা বিশ্বের অন্যতম সেরা দল, ব্যাটিং উইকেটে তো আরও ভালো। নিশ্চিতভাবেই সহজ হবে না। কিন্তু আমরাও আমাদের সেরাটা দেবো।’