ফিফার নতুন নিয়মে সেমিফাইনালের জন্য চরম সুখবর পেলো আর্জেন্টিনা!

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে রেফারি একের পর এক কার্ড দেখিয়ে গেছেন দুই পক্ষকে। ১৫টি হলুদ কার্ড দেখেছে এই ম্যাচ, কিন্তু বড় শাস্তিটা পেয়েছেন মার্কাস আকুনিয়া ও গঞ্জালো মন্টিয়েল। এই দুজনের খেলা হবে না সেমিফাইনালে। তবে মেসি-রোমেরোসহ আর্জেন্টিনার অনেকে কোয়ার্টার ফাইনাল ম্যাচে কার্ডের পর সেমিফাইনালে কার্ড দেখলেও ফাইনাল খেলা নিয়ে সংশয় নেই কারও।

ফিফার নতুন আইন বদলের পরেই এই সিদ্ধান্ত এসেছে।২০২২ থেকে বিশ্বকাপের জন্য নতুন আইন চালু করে ফিফা। এই আইনে একজন খেলোয়াড় যদি টুর্নামেন্টে দুইটি হলুদ কার্ড খায় তাহলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবে। এমন ডাচদের সাথে নামার আগে আকুনিয়া ও মন্টিয়েল দুই জনই হলুদ কার্ডে ছিলেন। কালকের ম্যাচে হলুদ কার্ড দেখায় তারা সেমিফাইনালে তাই নামতে পারবেন না।

তবে নতুন আইন অনুযায়ী, সেমিফাইনাল থেকে ‘কার্ড-কাউন্ট’ আবার নতুন করে শুরু হবে, আগের সব হিসেব বাদ যাবে। তাই কাল মেসি-রোমেরোরা হলুদ কার্ড দেখলেও সেটা সেমিতে উঠলে নাকচ হয়ে যাবে।

সে কারণেই সেমিতে হলুদ কার্ড দেখলেও ফাইনালে খেলতে কোনো বাধা নেই মেসিদের। তবে লাল কার্ড দেখলে নিষিদ্ধ হতে হবে তৃতীয় স্থান বা ফাইনাল থেকে।

সবকিছু মিলিয়ে এই বছরের বিশ্বকাপ যে অন্য যে কোন বিশ্বকাপের থেকে সম্পূর্ণরূপে আলাদা সেটা বলা যায় কারণ এই বছর বিশ্বকাপে বিতর্ক সৃষ্টি হয়েছে অনেক বিষয়কে কেন্দ্র করে।