ভারতের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই খেলতে নামবে টাইগার বাহিনী। বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া হল সৌম্য সরকারকে। তবে দলে রাখা হয়েছে বছর আটত্রিশের মাহমুদুল্লাহ রিয়াদকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্য়ান্সের পরও মাহমুদুল্লাহকে দলে রাখা খানিকাটা বিসিবির চমকই বলা যায়। বিশেষ করে শাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর পর মাহমুদুল্লাহর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে বিসিবি। এছাড়াও মেহদি হাসান মিরাজকে দীর্ঘদিন পর জাতীয় দলে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ফেরানো হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি ম্য়াচ আয়োজিত হবে। প্রথম ম্য়াচটি হবে গোয়ালিওরে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি হবে নয়াদিল্লি ও হায়দরাবাদে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান গাজি আশরফ হোসেন বলেন, ”আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখেই স্কোয়াড বেছে নিয়েছি। তবে অভিজ্ঞ প্লেয়ারদেরও গুরুত্ব দিতে হবে। মাহমুদুল্লার উপর বিশ্বাস রয়েছে। ক্যাপ্টেনের কাছেও নানা বিকল্প থাকছে কম্বিনেশন বেছে নেওয়ার ক্ষেত্রে।”
বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, পারভেজ ঈমন, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লা, লিটন দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসা, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।
ভারতের টি-২০ দলের অধিনায়ক রাখা হয়েছে সূর্যকুমার যাদবকেই। টি-২০ বিশ্বকাপের পরই যাঁর হাতে এই ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল। অধিনায়ক হিসাবে প্রথম সিরিজেই শ্রীলঙ্কার মাটিতে টি-২০ সিরিজ জিতেছিলেন স্কাই। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দলে রয়েছে চমকও। কারণ, দলে নেওয়া হয়েছে ময়ঙ্ক যাদবকে।
যিনি গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে হইচই ফেলে দিয়েছিলেন। ঘণ্টায় ১৫৬ কিলোমিটারের বেশি গতিতে বল করেছিলেন ময়ঙ্ক। তবে চোটের জন্য আইপিএলের পরের দিকে খেলতে পারেননি ময়ঙ্ক। তাঁর চোট প্রবণতা নিয়েও প্রশ্ন উঠেছিল।
ভারতীয় স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটকিপার), অর্শদীপ সিংহ, হর্ষিত রানা ও ময়ঙ্ক যাদব