সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞানের আজকের উন্নতির যুগে আজকাল আমরা এমন অনেক ধরনের জিনিস দেখতে পাই যেগুলো হয়তো কিছু বছর আগে আমরা কল্পনাও করতে পারতাম না। বাংলাদেশের চট্টগ্রামে গত মার্চ মাস থেকে এমন একটি বাস চলাচল করছে৷ ইতিমধ্যে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ‘অ্যাম্ফিবিয়াস বাস’৷ হ্যাঁ৷ এটাই বাসের নাম৷ বাংলা করলে যার অর্থদাঁড়ায় ‘উভচর বাস’৷ যার ভিডিও সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিতে ছেয়ে গেছে।
এই বাসটাকে এই অদ্ভুত ধরনের নাম দেওয়ার পিছনে রয়েছে অবশ্যই একটি কারণ। এর কারণ এই বাস প্রথমে রাস্তায় চলে, তারপর এলবে নদীতে নেমে যায়৷ তারপর আবার রাস্তায় উঠে পড়ে৷ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনাদের জানিয়ে রাখবো যে সারা পৃথিবীতে এটিই একমাত্র অ্যাম্ফিবিয়াস বাস৷ রাস্তায় চলার জন্য এর আছে একটি ইঞ্জিন৷ আরপানির জন্য আছে আরও দু’টি৷ এটা শুনতে ভীষণ রকম অবাক লাগলেও এটাই বাস্তব আর এই চাঞ্চল্যকর ব্যাপারটি সামনে আসার পর এই বাসটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভীষণভাবে ভাইরাল হয়েছে।।
পানিতে নামার সময় বাসের চাকা একটু উপরে উঠিয়ে নেয়া হয়৷ জানা গেছে, হামবুর্গে বাণিজ্যিকভাবে এরকম একটি বাস চালুর প্রক্রিয়া শুরু হয় বছর চারেক আগে৷ এরপর পরীক্ষামূলক বিভিন্ন পর্যায় শেষে গত মার্চ মাস থেকে এই সার্ভিস চালু হয়৷ বাসটি ৩৬ জন যাত্রী বহন করতে পারে৷ চালক ছাড়াও বাসে আরও দু’জন ক্রু থাকেন৷ পুরোপুরি ভাবে এখনো তৈরি না হলেও এর প্রোটোটাইপ তৈরি এবং চট্টগ্রামেই বাসটি তৈরি করা হয়৷ দেখুন সেই ভিডিও :
সেখানে ছয় বছর আগেই এরকম সেবা চালু হয়েছে৷ এবার শুধু রাস্তায় নয়, পানিতে চলবে এই বাস! যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও।
আপনার কি মনে হয়, এশিয়া মহাদেশে ভবিষ্যতে ভারত অথবা বাংলাদেশ পাকিস্তানে এই ধরনের বাস আরো কি দেখা যাবে এবং আদৌ কি এ ধরনের বাস কাজে দেবে সাধারণ মানুষের ? আপনার উত্তর কমেন্টে জানান।