হলুদ কার্ডে কপাল পুড়লো আর্জেন্টিনার, একগুচ্ছ প্লেয়ার নিষিদ্ধ সেমিতে, দেখুন তালিকা

গ্রুপ পর্বের তিন ম্যাচের একটিতে কার্ড আর কোয়ার্টারে আরেকটা কার্ড পেলেও সেমিতে বাদ ওই খেলোয়াড়। সেই হিসেবে আর্জেন্টিনা তাদের দুজন খেলোয়াড় মার্কোস অ্যাকুনা ও গনজালো মন্টিয়েলকে আর সেমিফাইনালে পাবে না। এদিকে ব্রাজিলের বিপক্ষে ক্রোয়েশিয়ার দুই খেলোয়াড় ব্রোজোভিচ ও পেটকোভিচ হলুদ কার্ড পেলেও তারা সেমিফাইনালে থাকবে।

কারণ তারা আগে আর হলুদ কার্ড পায়নি।নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শুক্রবার রাতে (১০ ডিসেম্বর) কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে শেষ আটে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।তবে, এই ম্যাচে আলবেলেস্তেদের জয়ের পাশাপাশি আলোচনায় রেফারির দেখানো হলুদ কার্ড।

এই ম্যাচে মোট ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন স্প্যানিশ রেফারি অ্যান্টোনিও মাতেউ লাহোজ।তাই, স্বভাবতই ম্যাচ শেষেও বিষয়টি নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় খেলোয়াড়দের। এ প্রশ্ন এড়াতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।রেফারির প্রতি নিজের অসন্তোষ জানিয়ে মেসি বলেন, “‘রেফারি সম্পর্কে কথা বলতে চাই না। মানুষ দেখেছে কী হয়েছে। ফিফার এটা পুনর্বিবেচনা করা উচিত। যে নিজের কাজটা ভালোভাবে জানে না,

তিনি আরো বলেন, ‘ এত গুরুত্বপূর্ণ এক ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া উচিত না।রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সব সময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।”

ম্যাচ জেতার প্রতিক্রিয়া জানিয়ে মেসি বলেন, “অনেক আনন্দ, অনেক খুশি লাগছে। ম্যাচটা অতিরিক্ত সময় কিংবা পেনাল্টিতে যাওয়ারই কথা ছিল না। আমাদের ভুগতে হতো এরপর। কিন্তু আমরা বেরিয়ে এসেছি, যেটা দারুণ।”