দেখতে দেখতে ২০২২ সালের শেষ মুহূর্তে এসে আমরা পৌঁছেছি। হাতে মাত্র কয়েকদিন পড়ে আছে। তারপরেই ২০২৩ সাল পড়ে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নতুন বছর পড়ার সাথে সাথেই রাশিচক্রের বেশ কিছু পরিবর্তনে কয়েকটি রাশির লাভবান হওয়ার ভালো সুযোগ রয়েছে। নতুন বছরের শুরুতেই চারটি রাশির জাতকরা লাভবান হবেন। আর্থিক দিক থেকে লাভবান হবেন ওই চারটি রাশির জাতকরা। অর্থের কোনও অভাব হবে না। ভাগ্যোদয় হবে ওই রাশির জাতকদের। শনিদেবের পরম আশীর্বাদ আপনার সাথে থাকবে।
মেষ রাশি- নয়া বছরে কোনও সম্পত্তি থেকে ধনলাভের যোগ তৈরি হবে। মান-সম্মান বাড়বে। আপনার উপর প্রসন্ন থাকবে সিনিয়ররা। ওই সময়টা আপনার জীবনের জন্য দারুণ হতে চলেছে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ব্যবসার জন্য এই সময়টা ভালো হতে চলেছে। আর্থিকভাবে এই সময়টা আপনার খুবই ভালো কাটবে এবং সব ধরনের আর্থিক সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। নতুন বছরের শুরুটা আপনার জন্য খুবই ভালো হবে এবং জীবনের সব বাধা কেটে আপনি সুখের মুখ দেখবেন।যেকোনো ধরনের লোন যদি আপনি নিয়ে থাকেন সেখান থেকেও এই মুহূর্তে আপনার মুক্তির সময়।
মিথুন রাশি- ভাগ্যের সহায়তা মিলবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। এই সময়টা আপনার জন্য শুভ হতে চলেছে। নতুন কোনও পরিকল্পনা তৈরি করতে পারেন। যা মিথুন রাশির জাতকদের লাভজনক হতে পারে। শারীরিক অবস্থা ভালো হবে। দীর্ঘদিনের কোনো অসুখ যদি আপনার থেকে থাকে তাহলে সেখান থেকে মুক্ত হবার এটাই পারফেক্ট সময়। তবে বন্ধুবান্ধবদের থেকে এই সময় আপনার একটু সাবধানে থাকা উচিত না হলে বিপদে পড়তে পারেন। নতুন বছরটা আপনার জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসবে।
সিংহ রাশি- কোনও দুশ্চিন্তায় থাকলে তা কেটে যেতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। আটকে থাকা অর্থ ফেরত পাবেন সিংহ রাশির জাতকরা। আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হবে। অর্থলাভের প্রবল সম্ভাবনা আছে। কোথাও ঘুরতে যেতে পারেন। কোনও লেনদেনের ক্ষেত্রে লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। শনিদেবের পরম আশীর্বাদে যে কোন ধরনের বিপদ থেকে আপনি এখন মুক্ত হতে চলেছেন । নতুন বছরের শুরুটা আপনার জন্য খুবই ভালো হবে।
মীন রাশি- শনিদেব নিজে কুম্ভ রাশি থেকে সরে এবার মীন রাশির দিকে যাচ্ছেন যার ফলে মীন রাশির জাতকদের ভালো সময় আসছে।। এই সময় বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে কাজ পূর্ণ হতে চলেছে। ধনলাভ হতে পারে। আধিকারিকদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। মান-সম্মান বাড়বে। পরিবারের আনন্দের পরিবেশ থাকবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে।