ওয়ানডে সিরিজে জয়লাভ করার পর আজকে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দিনে আজকে দুর্দান্ত টেস্ট ম্যাচ ক্রিকেট হয়েছে এমনটাই বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা, আজকের ম্যাচের প্রথম সেশনটা হয়েছিল বাংলাদেশের নামে যেখানে একের পর এক ভারতীয় উইকেট পড়েছিল। কিন্তু তারপর ভারতীয় দল ভালো ব্যাটিং শুরু করে। তবে ভারতীয় দলের কোমর ভেঙে আজকে বাংলাদেশের তরফ থেকে দুর্ধর্ষ পারফরমেন্স করেন তাইজুল ইসলাম।
খেলা শুরু হওয়ার সাথে সাথেই ভারতীয় ওপেনার শুভমন গিল যিনি খুবই ভালো ফর্মে রয়েছেন তাকে আউট করে দেয় তাইজুল। আর তারপরে ইনিংসের সব থেকে বড় উইকেট অর্থাৎ বিরাট কোহলি কে আউট করে ভারতীয় ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দেয় বাংলাদেশি এই বাঁহাতি স্পিনার। তারপর ভারতীয় দলের হয়ে দুরন্ত সেঞ্চুরি পার্টনারশিপ শুরু করে চেতেশ্বর পুজারা এবং শ্রেয়স আইয়ার। এই পার্টনারশিপের দৌলতে রীতিমতো বাংলাদেশ এই ম্যাচ থেকে পিছিয়ে পড়ছিল তবে সেই পার্টনারশিপকে ভেঙে বাংলাদেশের জন্য রাস্তা সু প্রশস্ত করেন তাইজুল।
ইবাদত হোসেনের দুর্দান্ত ইনসুইঙ্গার বল শ্রেয়াস আইয়ারের ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত করল স্টাম্পে। কিন্তু বেলটা পড়তে পড়তেও পড়ল না। বাংলাদেশের খেলোয়াড়রা তো হতবাগই, ঘোর কাটছিল না আইয়ারেরও। ব্যক্তিগত ৭৭ রানে দাঁড়িয়ে জীবন পেলেন। বাংলাদেশ পুড়ল হতাশায়। এই হতাশা নিয়েই আজকের পুরো দিনের খেলা শেষ হতে পারতো কিন্তু এরকমটা হতে দেননি তাইজুল, ম্যাচের শেষের মুহূর্তে এসে তিনি ভারতের তারকা ক্রিকেটার পূজারাকে ৯০ রানের মাথায় আউট করে দেন। আর তারপর আরো একটা উইকেট পায় বাংলাদেশ এবং ম্যাচটা রীতিমতো বাংলাদেশের দিকে আবার ঘুরে যায়।
প্রথম সেশনে শুভমান গিল ও বিরাট কোহলির উইকেট তুলে নেওয়া এই স্পিনার শেষ বিকেলে সেঞ্চুরি বঞ্চিত করেছেন চেতেশ্বর পুজারাকে। তাইজুল জুটি ভেঙে দেওয়ার পর দিনের শেষ বলে উইকেট তুলে নিলেন মেহেদী হাসান মিরাজও। এলবিডব্লিউ করে ফেরালেন অক্ষর প্যাটেলকে। যা দিন শেষে বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তিতে রাখল।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার খেলা হয়েছে পুরো ৯০ ওভার। ভারত দিন শেষ করেছে ৬ উইকেটে ২৭৮ রান করে। আইয়ার ৮২ রানে অপরাজিত আছেন।৪৮ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে যায় সফরকারীরা।
সেখান থেকে প্রথমে রিশভ পান্তের পাল্টা আক্রমণ ও পরে পূজারা-আইয়ারের প্রায় দেড়শ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ বিকেলে পুজারা আউট না হলে পুরো দিনটা ভারতেরই বলা যেত। তাই তাইজুলকে কৃতিত্ব দিতেই হবে। ৩০ ওভার বল করে ৮৪ রান নিয়ে ৩ উইকেট নিয়ে যিনি সবচেয়ে সফল বোলার। তবে প্রথম ইনিংসে ২৭৮ রান পর্যন্ত পৌঁছে ভারত বেশ কিছুটা এগিয়ে রয়েছে এই ম্যাচে। আগামীকাল খেলা শুরু হওয়ার সাথে সাথেই বাংলাদেশকে চেষ্টা করতে হবে ভারতের বাকি চারটি উইকেট যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিতে। অন্ততপক্ষে ৩৩০ এর মধ্যে ভারতকে রাখতে পারলে বলা যাবে যে বাংলাদেশ কিছুটা এগিয়েছে।।