ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) একেবারে ভরা বাজারেও ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) দলের! ফ্যানরা চোখ রেখেছিলেন রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়ার (Team India) পারফরম্যান্সের ওপর। এই মুহূর্তে বাংলাদেশে সফররত (India tour of Bangladesh, 2022) ভারত। তিনটি ওয়ানডে ও জোড়া টেস্ট হবে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। গত রবিবার মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে, দুরন্ত লড়েও ১ উইকেটে হেরেছিল ভারত।
বুধবার অর্থাৎ এই মাঠেই হল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এদিনও রোহিত অ্যান্ড কোং লড়াই করে ৫ রানে হেরে গেল। এর সঙ্গেই এক ম্যাচ হাতে রেখে লিটন দাসের (Litton Das) বাংলাদেশ সিরিজে ২-০ এগিয়ে গেল এবং জিতে নিল। সাত বছর পর ফের বাংলাদেশে গিয়ে মুখ পোড়াল ভারত। ২০১৫ সালে শেষবার এমএস ধোনির (MS Dhoni) ভারত ১-২ সিরিজ হেরেছিল।
এদিন টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২৭১ রান তোলে। সৌজন্যে গত ম্যাচের নায়ক মেহদি হাসান মিরাজ। তিনি ৮৩ বলে অপরাজিত ১০০ করেন। অন্যদিকে মাহমুদুল্লাহর ৯৬ বলে করেন ৭৭ রান। ওয়াশিংটন সুন্দর তুলে নেন তিন উইকেট। দুই উইকেট করে পেলেন মহম্মদ সিরাজ ও উমরান মালিক।
এদিন বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে রোহিত জখম হন দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করতে গিয়ে। মহম্মদ সিরাজের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন আনামুল হক। নীচু করে আসা ক্যাচ ফসকেই রোহিতের গুরুতর চোট লাগে। যন্ত্রণায় কাতর রোহিত সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন। এরপর স্ক্যানের জন্য় রোহিতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
তাঁর পরিবর্তে ফিল্ডিং করেন রজত পতিদার। যদিও রোহিত ওই আহত হাত নিয়ে খেললেন এবং লড়লেন। বোঝালেন ক্যাপ্টেনের চরিত্র কেমন হয়!