ভারতের যেন শনির দশা কাটছে না,আবারও উড়ে আসলো কোহলি রাহুলদের জন্য চরম দুঃসংবাদ

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ আগেই হাতছাড়া হয়ে গিয়েছে। যদিও এখনও টেস্ট সিরিজ রয়েছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ।তার আগে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। যদিও টেস্ট সিরিজে নামার আগেই ফের একটাধাক্কা ভারতীয় শিবিরে।রবীন্দ্র জাদেজার সঙ্গে এবার টেস্ট সিরিজে নেই মহম্মদ সামিও। হাঁটুর চোটের জন্য বহুদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

এবার কাঁধের চোটের জন্য ছিটকে গেলেন মহম্মদ সামি।মহম্মদ সামি এবং রবীন্দ্র জাদেজার পরিবর্তে ভারতীয় দলে শোনাযাচ্ছে মুকেশ কুমার ও সৌরভ কুমারকে নাকি ভারতীয় নেওয়া হতে পারে। যদিও এখনও পর্যন্ত ভারতীয় দলের তরফে সরকারীভাবে কোনও ক্রিকেটার মেনওয়ার কথা জানানো হয়নি।এবার এসিয়া কাপ তলাকালীনই হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এরপর থেকে র ভারতী দলের জার্সিতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও খেলতে নামেননি তিনি।এশিয়া কাপ চলাকালীনই হাঁটিতে অস্ত্রোপচার হয়েছিল রবীন্দ্র জাদেজা। এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ভারতীয় দল।

সেখানে প্রথমে রবীন্দ্র জাদেজার নাম থাকলেও শেষপর্যন্ত তাঁর ছিটকে যাওয়ার কথাই জানানো হয়েছিল ভারতীয় দলের তরফে। এরপরি একদিনের সিরিজ শুরু হওয়ার আগে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মহম্মদ সামি।প্রস্তুতির সময়ই কাঁধে চোট পেয়েছিলেন তিনি। আর তাতেই শুরু হয়েছিল জল্পনা। এরপরই একদিনের সিরিজ থেকে ছিটকে যান ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ সামি।যদিও প্রত্যাশা করা হচ্ছিল যে টেস্ট সিরিজে ফিরতে পারেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি।

চোট সারিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেননি মহম্মদ সামি। এই মুহূর্তে এনসিএ-তে প্রস্তুতি রিহ্যাব চলচে তাঁর।বাংলাদেশের বিরুদ্ধে আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে এই দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হবে ভারতীয় দলকে। আর তাতেি য়ে চিন্তা বেশ খানিকটা বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্টের সিরিজ খেলবে ভারতীয় দল। এরপরই ঘরের মাঠে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে। আসন্নবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অক্জনের পথে এই দুটো টেস্ট ভারতীয় দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সিরিজের আগেই মহম্মদ সামির ছিটকে যাওয়াটা অনেকটাই চিন্তা বাড়িয়ে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।