আফগানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ, এক অনবদ্য টেস্ট ম্যাচ দেখেছে সারা ক্রিকেট বিশ্ব। তবে সবথেকে অদ্ভুত একটি ব্যাপার হল বাংলাদেশের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দলে ছিলেন পাঁচজন পেসার। এরকম ঘটনা খুব একটা ঘটতে দেখা যায় না, এমনকি ইংল্যান্ডের মত কন্ডিশনেও পাঁচটা পেশার দেখা যায় না অথচ বাংলাদেশের মাটিতে পাঁচটা পেশার নিয়ে দল করছে বাংলাদেশ যার ফল হিসেবে অনবদ্য জয় এসেছে টাইগারদের। গতকাল ঘোষিত ওয়ানডে সিরিজের দলও পাঁচ পেসারের। যার মধ্যে এমন একজন পেসারকে সুযোগ দেওয়া হল জাতীয় দলে যিনি একা হাতে বিপক্ষকে ধ্বংস করার ক্ষমতা রাখেন।
আজ ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের দলে ফেরানো হয়েছে ফাস্ট বোলার ইবাদত হোসেনকে। ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা আফিফ হোসেনও ফিরেছেন ২০ ওভারের ক্রিকেটে। দুজনই আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন শুধু আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী।প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে টি-টোয়েন্টি দলে ইবাদতকে ফেরানোর ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, ‘পাঁচজন পেসার রাখতে হচ্ছে আমাদের। সে জন্য ইবাদতকে রাখা। আমরা ওদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারব। আর দলের সঙ্গে থাকা মানে প্রক্রিয়ার মধ্যে থাকা।’আফিফকে রাখা হয়েছে ঘরোয়া ক্রিকেটের ফর্ম বিবেচনায়। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আফিফের ব্যাট থেকে এসেছে ৫৫০ রান।
১৫ ম্যাচের ১৩ ইনিংসে ব্যাটিং করেছেন ৫৫ গড় ও ১১০ স্ট্রাইক রেটে। সংস্করণ ভিন্ন হলেও ফর্মে থাকায় ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ফিরলেন তিনি, ‘সে এখন ফর্মে আছে। আশা করি সে এই সুযোগটা কাজে লাগাতে পারবে।’ কোনো ম্যাচ না খেলে জাকেরের বাদ পড়ার ব্যাখ্যাও দিয়েছেন মিনহাজুল, ‘আমরা প্রতি সিরিজের কয়েকজন ক্রিকেটারকে দেখছি। সেটা ম্যাচ খেলিয়ে কিংবা জাতীয় দলের সঙ্গে অনুশীলনে হতে পারে।
জাকেরকে সর্বশেষ সিরিজে দেখার জন্যই নেওয়া হয়েছে।’বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ১৪ জুলাই প্রথম ম্যাচ খেলবে দুই দল। ১৬ জুলাই সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন।