১ যুগ পর মেষে গোচর বৃহস্পতির,দেবগুরুর আশীর্বাদে ৪ রাশির জীবনে সৌভাগ্য,চরম অর্থলাভ যোগ!

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির গোচরকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতি খুবই ধীর গতিতে চলে এবং এর প্রভাব অনেকদিন ধরে থাকে। বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই যাঁদের উপর দেব গুরুর দৃষ্টি পড়ে, তাঁরা শুভ ফল পেতে শুরু করেন। আগামী শুক্রবার বৃহস্পতি মেষ রাশিতে গোচর (Guru Gochar 2023) করতে চলেছে। ১২ বছর পর মেষ রাশিতে গোচর করতে চলেছে বৃহস্পতি (Jupiter Transit 2023)। এর গভার প্রভাব পড়বে গোটা রাশিচক্রে। তারমধ্যে কয়েকটি রাশির মানুষ এই গোচরের (Brihaspati Gochar 2023) ফলে বিশেষভাবে উপকৃত হবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতির এই গোচরের ফলে উপকৃত হতে চলেছেন কোন কোন রাশির জাতক জাতিকারা

মেষ রাশি (Aries): মেষ রাশির প্রথম ঘরে বৃহস্পতির গোচর ঘটতে চলেছে। ২২ এপ্রিল থেকে বৃহস্পতি এই রাশিতে এক বছরের জন্য শুভ ফল বয়ে আনতে চলেছে। এক্ষেত্রে মেষের জাতিক জাতিকাদের কাজে অগ্রগতি ঘটবে। পাশাপাশি সমাজে সম্মানও বাড়বে। এই রাশি পরিবর্তনের ফলে বিবাহিতরা ভাল ফল পেতে চলেছেন। ধর্ম বা কাজের জন্য দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। এটি ভবিষ্যতেও আপনার উপকারে আসবে।

তুলা রাশি : তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসতে চলেছে। পারিবারিক দিক দিয়ে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে। চাকরি এবং ব্যবসায় যা কিছুর সাথে আপনি যুক্ত থাকুন না কেন আপনার উন্নতির যোগ রয়েছে। আর্থিকভাবে আপনি বেশ কিছুটা শক্তিশালী হতে চলেছেন। অর্থভাগ্য খুবই ভালো এবং এই মুহূর্তে আপনার লটারি জেতার সম্ভাবনাও রয়েছে।

কর্কট রাশি (Cancer): কর্মের গৃহে দেবগুরু বৃহস্পতির গোচর ঘটতে চলেছে। এটি জাতক জাতিকাদের কাজে ভাল প্রভাব ফেলবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ফলে জাতক জাতিকারা যেখানে কাজ করেন, সেখানে সম্মান এবং আয়ও বৃদ্ধি পাবে। এছাড়া পৈতৃক সম্পত্তি প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। ফলে অর্থনৈতিকভাবে জাতক মজবুত হবেন।

মীন রাশি (Pisces): মীন রাশির জাতক জাতিকারাও প্রস্তুত থাকুন, কারণ এখানে দ্বিতীয় ঘরে গোচর হতে চলেছে বৃহস্পতির। দেব গুরু তাঁর নিজের রাশি থেকে মেষে যাচ্ছেন। ফলে মীনের মানুষদের জন্য শুভ ফল আসতে চলেছে। দেব গুরুর আশীর্বাদে মীনের মানুষদের অর্থলাভের সুযোগ তৈরি হতে চলেছে। এছাড়া ব্যবসায়ীক ক্ষেত্রেও আসবে সাফল্য। এককথায় বলতে গেলে বৃহস্পতির এই গোচর সবদিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের সুবিধা দিতে চলেছে।