ফলো অন না করে বাংলাদেশকে জেতার সুযোগ করে দিল ভারত!

ওয়ানডে সিরিজে জয়লাভের পর টেস্ট সিরিজে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল তবে টেস্ট ম্যাচে কম্পিটিশনটা অন্য লেভেলে হচ্ছে যার জন্য প্রথম ইনিংসে রীতিমতো মুখ থুবড়ে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটের সামনে রীতিমত আত্মসমর্পণ করে বাংলাদেশ তবে দ্বিতীয় ইনিংসে একটা বড় সুযোগ হাতে পেয়ে গেছে বাংলাদেশ।

টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামা বাংলাদেশের শুরুটা অসাধারণ হয়েছিল, রাহুল কোহলি একের পর এক উইকেট বাংলাদেশের হাতে চলে আসে তবে ভারতের মিডিল অর্ডারের দুরন্ত ব্যাটিংয়ে বাংলাদেশ এই ম্যাচে পিছিয়ে পড়ে এবং ভারত 404 রান পর্যন্ত পৌঁছে যায় প্রথম ইনিংসে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৫০ রানেই ফুরিয়ে যায়। এরকম সময় ভারতের হাতে সুযোগ ছিল যাতে ফলোঅন করানো যায় বাংলাদেশকে দিয়ে কিন্তু তারা সেটা করায়নি, যার ফলে একটা সুযোগ রয়েছে বাংলাদেশের হাতে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের এখন ৩৬ রান বিনা উইকেট। ভারতের মোট লিড হল ২৯০ রান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ চাইলেই ভারতকে অলআউট করে দিতে পারে তার কারণ যে ধরনের পিচে খেলা হচ্ছে তাতে বল ভয়ানক ভাবে ঘুরছে। যেখানে ব্যাট করা রীতিমতো কঠিন ব্যাপার।। এখানে বাংলাদেশে যদি একটু ভালো বোলিং করে, তাহলে ভারতের মোট লিড ৪০০ রানের মধ্যে রাখা যেতে পারে কারণ এই রকমের টার্নিং পিচে তৃতীয় ইনিংসে খুব বেশি রান হয় না।

ভারতকে যদি বাংলাদেশ ৪০০ রানের মধ্যে রাখতে পারে তাহলে সেই রান তাড়া করার মতো ব্যাটসম্যান কিন্তু বাংলাদেশের কাছে রয়েছে।

কিন্তু বাংলাদেশ যদি ফলো মানে ব্যাক করতো তাহলে ভারতের ২৬৫ রানের লিড কমপ্লিট করে বাংলাদেশকে আরও রান করতে হতো যে একটা কঠিন ব্যাপার হতে পারতো, তবে এই মুহূর্তে বাংলাদেশ যে রান করবে ব্যাটে সেটা জয়ের জন্য করবে কারণ তাদের সামনে একটা লক্ষ্যমাত্রা থাকবে যেটা 400 নিচে থাকবে এবং সেটা চেজ করার মতো ব্যাটসম্যান বাংলাদেশের রয়েছে।