বাংলাদেশ ঠিক যেমনটা চেয়েছিল টেস্ট ম্যাচের শুরুটা ঠিক সেরকমই হয় তবে মাঝের দিকে ভারতের বেশ কিছু ব্যাটসম্যান দুরন্ত ব্যাটিং করার ফলে বাংলাদেশ এই ম্যাচ থেকে বেশ কিছুটা পিছিয়ে যায় তবে শেষের দিকে মিরাজ ইবাদতদের দুরন্ত বোলিংয়ে বাংলাদেশ আবার এই ম্যাচে প্রত্যাবর্তন করে। ভারতকে অলআউট করতে সক্ষম হয় বাংলাদেশ।
টসে জিতে ভারতীয় দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, বিরাট কোহলি কে এল রাহুল এবং শুভমন গিল এই তিনটি উইকেট প্রথমেই তুলে নেয় বাংলাদেশ দল। এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ ম্যাচে এগিয়েছিল কিন্তু তারপরে খুটির মতো দাঁড়িয়ে যায় ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। তাকে আউট করতে রীতিমত কষ্ট করতে হয় বাংলাদেশি বোলারদের। ৯০ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন পুজারা এবং তার পাশাপাশি শ্রেয়াস আইয়ার ৮৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে এই ম্যাচ থেকে অনেকটা বের করে দেয়। আর সেই মুহূর্তে নিজের সেরাটা দেয় তাইজুল ইসলাম।
পূজারা কে আউট করে ড্রেসিংরুমে ফেরত পাঠায় তাইজুল, ২৭৮ রানের 6 উইকেটে প্রথম দিনের খেলা শেষ করেছিল ভারত তবে তখনও ৮২ রানে নট আউট ছিল শ্রেয়স আইআর, তবে আজকে খেলা শুরু হতেই ইবাদতের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি শ্রেয়স। ৮৬ রানে তাকে ড্রেসিং রুমে ফিরে যেতে হয়। তবে আবার খুটির মতো দাঁড়িয়ে যায় ভারতীয় অলরাউন্ডার রবি চন্দন আশ্বিন। কুলদীপ যাদবের সাথে মিলে একটা বড় পার্টনারশিপ করে দেয় এবং বাংলাদেশকে এই ম্যাচ থেকে আবারো বের করে দেওয়ার পরিকল্পনা ছিল, আর তখনই আবার দুরন্ত কাম ব্যাক করে বাংলাদেশ।
মিরাজ ২ উইকেট এবং তাইজুলের এক উইকেটে ভারতকে 404 রানে অলআউট করে দেয় বাংলাদেশ। অবশ্যই এক্ষেত্রে বলা যায় যে ভারত কিছু রান বেশি করে ফেলেছে যেখানে বাংলাদেশের আরও একটু ভালো বোলিং করা উচিত ছিল কারণ ৩৬০-৭০ রানের মধ্যে ভারতকে আটকাতে পারতো বাংলাদেশ যদি আরেকটু ভালো বোলিং করতো।
ভারতের ৪০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ এবং নাজমুল হোসেন শান্ত এবং ইয়াসির আলি দুজনেই ড্রেসিংরুমে ফিরেছেন তবে খুটির মতো দাঁড়িয়ে আছেন লিটন দাস এবং জাকির। বাংলাদেশের সর্ব শেষ স্কোর 40 রান 2 উইকেট।