টস হেরে শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশ-এ দলকে প্রথম ইনিংসে ২৫২ রানে অল-আউট করে দেয় ভারতীয়-এ দল। ৬ উইকেট দখল করেন মুকেশ কুমার। পালটা ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারত ৪ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১১ রান তোলে।যশস্বী জসওয়াল ৮ ও অভিমন্যু ঈশ্বরন ৩ রান করে নট-আউট থাকেন।দ্বিতীয় দিনের শেষে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৩২৪ রান তোলে। তারা সাকুল্যে ৯০ ওভার ব্যাট করে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ভারতীয়-এ দল এগিয়ে থাকে ৭২ রানে।
১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩১ বলে ১৪৪ রান করে নট-আউট থাকেন অভিমন্যু ঈশ্বরন।বাংলাদেশ-এ দলের ২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৫৬২ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। ঈশ্বরন ১৫৭ রান করেন।৩১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ-এ দল তৃতীয় দিনের শেষে ৩০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৪৯ রান তোলে। ২২ রান করে নট-আউট থাকেন শাদমান ইসলাম। ৪ রান করে অপরাজিত থাকেন মোমিনুল হক।
ইনিংস হার বাঁচাতে বাংলাদেশ-এ দলের প্রয়োজন ছিল ২৬১ রান। অন্যদিকে ম্যাচ জিততে হলে শেষ দিনে প্রাথমিকভাবে বাংলাদেশের ৮টি উইকেট তুলে নিতে হতো ভারতীয়-এ দলকে।৩৪.৪ ওভারে সৌরভ কুমারের বলে ৬ রান করে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন ফেরেন মোমিনুল হক। বাংলাদেশ ৫৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহাদত হোসেন। ১০টি বাউন্ডারির সাহায্যে ১২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শাদমান ইসলাম।
৪৬ ওভার শেষে বাংলাদেশ-এ দল তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১০২ রান তুলে।৫২.৬ ওভারে সৌরভ কুমারের বলে ২৯ রান করে ফেরেন শাহাদত হোসেন। বাংলাদেশ-এ দল ১১০ রানে ৪ উইকেট হারায়।ব্যাট করতে নামেন জাকের আলি।রথম ইনিংসের নিরিখে ৩১০ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা বাংলাদেশ-এ দল চতুর্থ দিনের লাঞ্চে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে। তারা সাকুল্যে ৫৯ ওভার ব্যাট করেছে।সুতরাং, এখনও ১৮৪ রানে পিছিয়ে রয়েছে তারা। ১৬২ বলে ৫৫ রান করেছেন শাদমান ইসলাম। তিনি ১০টি চার মেরেছেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৩ রান করেছেন জাকের আলি।
লাঞ্চের পর ৬৩.৩ ওভারে নভদীপ সাইনির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন জাকের আলি। ২৯ বলে ২২ রান করেন জাকের। তিনি ৩টি চার মারেন। বাংলাদেশ-এ দল ১৪৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ মিঠুন।একই ওভারে জোড়া উইকেট সাইনির। ৬৩.৫ ওভারে সাইনির বলে যশস্বীর হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা মহম্মদ মিঠুন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি মিঠুন। বাংলাদেশ-এ দল তাদের দ্বিতীয় ইনিংসে ১৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বসে। ব্যাট করতে নামেন সুমন খান।