ভারতের বিরুদ্ধে ইতিহাস গড়ে যা বললেন বাংলার মারুফা, গর্ব সারা বাংলাদেশের !

মিরপুরে রবিবার ইতিহাস গড়ল বাংলাদেশ মহিলা দল। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার তারা হারিয়ে দিল ভারতীয় দলকে। মিরপুরে এ দিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের বিরুদ্ধে বড় জয় পেল বাংলাদেশ। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে ৩৯ রানে হারিয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশের এই জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বোলার মারুফা আখতার। তাঁর বোলিংয়ের কোন জবাব ছিল না ভারতীয় ব্যাটারদের কাছে। ভারতের বিরুদ্ধে দেশকে গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানোর পরে মারুফা আখতার জানান গুড লেন্থ স্পটে বল করাটাই আমার লক্ষ্য ছিল।মারুফার দুরন্ত বোলিংয়ের কারণে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন।

ম্যাচ সেরার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মারুফা আখতার জানিয়েছেন, ‘প্রথমত আমাদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে। এই পরিবেশ, পরিস্থিতিতে আমাদের ব্যাটারদের এই পারফরম্যান্স কুর্নিশযোগ্য। আমার লক্ষ্য ছিল গুড লেন্থ স্পটে বল করা। আমি জানতাম এটা করতে পারলেই আমার দলের অনেক সাহায্য পাবে। আর প্রথম দিকে আজকের ম্যাচে সেটাই করতে সফল হই। আমি যেহেতু নতুন বলে শুরুটা খুব ভালো করেছিলাম তাই আমার দায়িত্ব ছিল শেষটাও ভালোভাবে করা।

দলের সমস্ত সিনিয়ররা আমাকে খুব ভালোবাসেন। আমাকে সবসময় সাপোর্ট করেন। আমার মনে হয় সেই কারণেই এই ম্যাচে আমি এত ভালো বোলিং করতে পেরেছি।’ এ দিন মারুফা ৭ ওভার বল করে ২৯ রান দিয়ে চার উইকেট নেন। ভারতের দুই ওপেনারকে আউট করেন তিনি। প্রিয়া পুনিয়া এবং স্মৃতি মন্ধনাকে আউট করেন তিনি। প্রিয়ার ক্যাচ নেন মুর্শিদা খাতুন, স্মৃতির ক্যাচটি লোফেন নিগার সুলতানা।

এরপর লোয়ার মিডল অর্ডারে আমানজোৎ কৌরকে ১৫ রানে ফেরান তিনি।এইবারেও ক্যাচ ধরেন নিগার সুলতানা। পরবর্তীতে স্নেহ রানাকে প্রথম বলেই বোল্ড করে দেন। ফলে ভারতীয় দল ৩৫.৫ ওভারে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায়। অন্যদিকে বাংলাদেশ এ দিন প্রথমে ব্যাট করে করেছিল ১৫২ রান। ব্যাট হাতেও মারুফা ৭ বলে ৬ রান করেছিলেন।

সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এই জয় যে একটি ঐতিহাসিক জয় সেই নিয়ে কোন সন্দেহ নেই এবং ভবিষ্যতে বাংলাদেশে আরও এ ধরনের ম্যাচ জিতবে এমনটাই আশা করছে সমস্ত ক্রিকেটপ্রেমীরা।