‘অর্ধেক ফিট খেলোয়াড়দের নিয়ে খেলা যায় না’, সিরিজ হেরে ক্ষোভ উগড়ে দিলেন রোহিত শর্মা

বুধবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় দল (India Team)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে ইতিমধ্যেই সিরিজে ১-০ ফলাফলে পিছিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া (India Team)। যার ফলে সিরিজের টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত ভারতীয় দলকে।

আর এই ম্যাচে হেরে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হাতছাড়া হল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের (India Team)।রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় দলের নেতৃত্ব নেওয়ার পর টিম ইন্ডিয়ার হারের লিস্ট ক্রমাগত বেড়েই চলেছে। একের পর এক দ্বিপাক্ষিক সিরিজে হারের সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় দলকে (India Team)। যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে। এবার ম্যাচ হারার সম্পূর্ণ দায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর উপর চাপালেন রোহিত শর্মা (Rohit Sharma)।

ম্যাচের শুরুতে বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার আঙ্গুলের স্ক্যান করানো হয় এবং তার স্বাভাবিক চিকিৎসা করা হয়। তারপর ফের মাঠে আসেন এবং ভারতের খারাপ সময়ে সাত নম্বরে ব্যাটিং করতে নেমে পড়েন অধিনায়ক রোহিত শর্মা।

আঙুলে গুরুতর চোখ নিয়ে ব্যাটিং করতে নেমে ২৮ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে ম্যাচ জেতানোর মরিয়া চেষ্টা করেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তিনি পারলেন না। পাঁচ রানে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হল ভারতের।রোহিত শর্মার পাশাপাশি চোটের কারণে তৃতীয় ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না দীপক চাহার, কুলদীপ সেনও।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমাদের ক্রিকেটারদের এত চোট লাগার কারণ খতিয়ে দেখতে হবে। হয়তো বেশি ক্রিকেট খেলা হয়ে যাচ্ছে ওদের। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বসে কার উপর কেমন চাপ পড়ছে দেখতে হবে। ভারতের হয়ে খেলতে হলে সম্পূর্ণ ফিট থাকতে হবে। অর্ধেক ফিট থাকলে হবে না।