বিরাট কোহলির সবথেকে বড়ো রেকর্ড ভেঙে গুঁড়িয়ে ইতিহাস গড়লেন নাজমুল হোসেন শান্ত!

ফরম্যাট যেটাই হোক, উইকেটে নামলেই রানের ফোয়ারা বইয়ে দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। চলতি বছরে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। গত মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ সেরার পুরস্কার জেতা শান্ত এবার টেস্টে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে শাসন করছেন। শুরুতেই উইকেট হারানো দলকে পথ দেখাতে নেমে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে দারুণ জুটি গড়া বাংলাদেশের এই ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নিয়েছেন, যা ঘরের মাঠে শান্তর প্রথম। বিরাট কোহলির এক রেকর্ডও ভেঙে ফেলেছেন তিনি।

রানে থাকলেও সেঞ্চুরির দেখা মিলছিলো না, দীর্ঘ ২৩ মাস পর টেস্ট সেঞ্চুরির করলেন তিনি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ওয়ানডে স্টাইলে ১১৮ বলে ১৮টি চারে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। দারুণ এই ইনিংস খেলার পথে জয়ের সঙ্গে ইতোমধ্যে গড়েছেন ১৭৫ রানের জুটি। আফগানিস্তানের গড়পড়তা মানের বোলিংয়ের বিপক্ষে দুজনই দাপুটে ব্যাটিং করে যাচ্ছেন।

তাদের ব্যাটে ৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৮৫ রান। শান্ত ১০৪ ও জয় ৬৪ রানে ব্যাটিং করছেন। টেস্টে এটা জয়ের তৃতীয় হাফ সেঞ্চুরি। সব ফরম্যাটেই হাসছে শান্তর ব্যাট। এই ইনিংস ছাড়াই চলতি বছর তিন ফরম্যাট মিলিয়ে ১৬ ইনিংসে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিসহ ৪৪.০৭ গড়ে ৫৭৩ রান করেছেন বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যান, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। এই ইনিংস দিয়ে অন্যদের সঙ্গে আরও ব্যবধান বাড়িয়ে নিচ্ছেন তিনি।

যেভাবে তিনি খেলছেন এবং আফগান বোলিং যতটা নির্বিষ, তাতে এই ইনিংসকে অনেক বড় করার সুযোগ আছে তার।তিনে নেমে নাজমুল হাসান শান্ত শুরু করেন ঝড়ো ব্যাটিং। তাকে সঙ্গ দেয়া জয় অবশ্য ধীরগতিতে ব্যাট চালাতে থাকেন। ১২৬ বলে তারা পূর্ণ করেন শতরানের জুটি। ৫৮ বলে ১০ চারে শান্ত হাকান ফিফটি। জয়ের লাগে ১২০ বল। ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকা শান্ত পান সেঞ্চুরির দেখাও; ১১৮ বলে মেরেছেন ১৮টি চার। স্বীকৃত ক্রিকেটে পাঁচ ইনিংসে তার তৃতীয় একশ ছোঁয়া ইনিংস এটি।

অন্যদিকে, শান্তকে যোগ্য সঙ্গ দেন ওপেনার জয়। ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন তরুণ এ ওপেনার। ১০২ বলে এই মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার।