ভারতকে একা হাতে ধ্বংস করে জীবনের প্রথম ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়লো তানজিম হাসান!

এশিয়া কাপের এত বড় একটা ম্যাচ যেখানে ভারতীয় দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ সেখানে জীবনের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল তানজিম হাসান সাকিব। ম্যাচ শুরুর আগে হয়তো সে কল্পনাও করতে পারেনি যে এত বড় কিছু সে করতে চলেছে যে রাতারাতি সে একটা সুপারস্টার হয়ে যাবে এবং সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা তাকে নিয়ে কথাবার্তা বলতে থাকবে।।

ভারতীয় দলের বিরুদ্ধে জীবনের প্রথম ম্যাচে বল করতে নেমে প্রথম থেকেই তিনি দুর্দান্ত বোলিং করেন এবং ভারতীয় অধিনায়ককে তিনি প্যাভিলিয়নে ফিরিয়ে দেন এবং ভারতীয় দলকে ব্যাকফুটে ঠেলে দেন কারণ ভারতের অধিনায়ক রোহিত শর্মা, যদি প্রথমে তাকে আউট করতে না পারা যায় তাহলে তিনি একা হাতে ম্যাচকে আপনার থেকে দূরে নিয়ে চলে যেতে পারে। আর অনবদ্য একটি আউটসুইং দিয়ে তিনি রোহিত শর্মাকে প্যাভিলিয়নের রাস্তা দেখান। তবে তার আসল কেরামতি এখনো আসা বাকি ছিল।

প্রথম ওভার থেকেই অনবদ্য সুইং বোলিং করে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে সুইংটা তিনি বেশ ভালই রপ্ত করেছেন। পরবর্তীতে, শেষের দিকে যখন তিনি বল করতে এলেন তখন একের পর এক অবিশ্বাস্য স্লোআর বল তিনি করেছেন তাও আবার হাতের পিছন দিক দিয়ে। যা দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেছেন বাংলাদেশ দলের বোলিং কোচ এলেন ডোনাল্ড। অবশ্যই এই ডেলিভারি তৈরি করতে তাকে ডোনাল্ড হয়তো সাহায্য করেছেন কিন্তু এত বড় একটা স্টেজে এত দুর্দান্ত ভাবে যে কাজটা তানজিম করেছে তা রীতিমতো প্রশংসার যোগ্য।

প্রায় আট ওভার বল করেছেন বাংলাদেশের এই তরুণ বোলিং প্রতিভা আর তার মধ্যে তুলে নিয়েছেন দুটি উইকেট আর খরচা করেছেন মাত্র 32 রান। অথচ শেষের দিকে যেখানে সব থেকে বেশি রান দরকার ছিল সেখানে তিনি বোলিং টাও করেছেন। বিশ্ব ক্রিকেটে এক অনবদ্য বিশ্ব রেকর্ড দিয়ে তিনি শুরু করলেন জীবনের প্রথম ম্যাচ।

রোহিত শর্মা ছাড়াও তিনি আরও এক ভারতীয় দলের তরুণ প্রতিভা তিলক বর্মাকে আউট করেছেন এবং প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছেন। সব মিলিয়ে জীবনের প্রথম ম্যাচটা যে তিনি স্মরণীয় করে রেখেছেন সেটা আর বলতে অপেক্ষা রাখেনা।