এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু থেকেই ইকোনমিক্যাল বোলিং করে যাচ্ছেন তাসকিন আহমেদ। যদিও জয় পাচ্ছিল না তার দল ঢাকা ডমিনেটরস। অবশেষে অসাধারণ বোলিংয়ে দল জিতিয়েছেন তাসকিন। ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে জানালেন, দল জেতানোর জন্য ২২ গজে নিজের পুরোটাই নিঙরে দেবেন।
খুলনা টাইগার্সের বিপক্ষে মাত্র ১০৮ রান করেও জয় পেয়েছে ঢাকা ডমিনেটরস। তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮৪ রানের মধ্যে অলআউট হয় খুলনা। মাত্র ৯ রান খরচায় চার উইকেট নেন তাসকিন।এই ম্যাচ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমার মঞ্চ ও আমার গ্ল্যামার পুরোটাই ২২ গজে। এখানে আমি আমার সেরাটা দিয়ে উপভোগের চেষ্টা করি।
কোনো দিন ভালো হবে, কোনো দিন খারাপ। কঠোর পরিশ্রম করা, প্রক্রিয়ায় থাকা, মাইন্ড ট্রেনিং করা… সব কিছু মিলিয়ে আমি মাঠে ব্যর্থ হওয়ার ভয়টা ছাড়া খেলার চেষ্টা করি। কিছু দিন হয়তো (কাজ) হবে না। তবে এটাও মেনে নিতে হবে।’
ব্যর্থতার ভয় বাদ দিয়ে আমি সেরাটা দিয়ে মাঠে চেষ্টা করি। এমনকি ফিল্ডিংয়েও। একটা সময় হয়তো বেশি খারাপ ফিল্ডার ছিলাম। এখন আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। উন্নতির তো শেষ নেই। সব কিছু নিয়েই কাজ করছি। যাতে আরেকটু উন্নতি করা যায়।’ঢাকার হয়ে সবগুলো ম্যাচেই খেলেছেন তাসকিন। প্রথম ম্যাচে বিনা উইকেটে ১৪ রান খরচ করেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৩৬ রান খরচায় নেন দুই উইকেট।
তৃতীয় ম্যাচে ২৪ রান খরচায় একটি, চতুর্থ ম্যাচে ১২ রান খরচায় একটি ও পঞ্চম ম্যাচে ২৬ রান খরচায় একটি উইকেট নেন তিনি।ষষ্ঠ ম্যাচে অবশ্য খরুচে ছিলেন তাসকিন। ৪৩ রান খরচ করেও ফরচুন বরিশালের বিপক্ষে উইকেট পাননি তিনি। তারপরের ম্যাচে ২৮ রান খরচায় নেন একটি উইকেট। সবমিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি রেট ৬.১৬।