সুপার ফোরে বদলে যাচ্ছে বাংলাদেশের ম্যাচের সূচি এবং ভেন্যু ! দেখে নিন টাইগারদের নতুন সূচি !

এশিয়া কাপ সূচি নিয়ে কম নাটকীয়তা হয়নি এবার। নানা বিতর্ক আর উত্তেজনা ছাপিয়ে ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে ৬ দেশের এই মহাদেশীয় টুর্নামেন্ট। হাইব্রিড মডেলে এশিয়া কাপের আসর হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। কিন্তু গ্রুপপর্বের ম্যাচে পাল্লেকেলেতে বৃষ্টির বাগড়ায় ভেস্তে যায় ভারত-পাকিস্তান মহারণ। এমনকি বৃষ্টির ভ্রুকুটি রয়েছে কলম্বোর সুপার ফোরের ম্যাচগুলোতেও। কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস আশাব্যঞ্জক না হলে আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই ভেন্যু বদলের সিদ্ধান্ত নিতে পারে এসিসি।

এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।ফাইনালসহ সুপার ফোরে মোট ম্যাচ রয়েছে ৭টি। লাহোরে এক ম্যাচ ছাড়া বাকি ৬টি ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে কলম্বোতে। এমনকি আগামী সপ্তাহজুড়েই বৃষ্টির প্রবল সম্ভাবনা কলম্বোতে। এশিয়া কাপের উত্তেজনায় বারবার বৃষ্টির হানায় সমালোচনার মুখেও পড়তে হচ্ছে এশিয়া ক্রিকেট কাউন্সিলকে। আবহাওয়ার পূর্বাভাস জেনেও শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

যদিও নিরপেক্ষ ভেন্যু হিসেবে খেলা হতে পারতো সংযুক্ত আরব আমিরাতে। এইদিকে বৃষ্টিতে জর্জরিত শ্রীলঙ্কার ম্যাচগুলো পাকিস্তানে সরিয়ে আনতে এসিসি সভাপতি ও ভারতীয় বোর্ড সচিব জয় শাহকে আহ্বান করেছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) লাহোরে গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। একই মাঠে ৬ সেপ্টেম্বর, সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তান লড়বে বাংলাদেশের বিপক্ষে। আর ৯ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টের ফাইনালসহ বাকিসব ম্যাচ হবে কলম্বোতে।

গত কয়েকদিনের টানা বৃষ্টির পরে আবহাওয়ার তুলনামূলক উন্নতি না হলে কলম্বো থেকে সরে যেতে পারে ৬টি ম্যাচ। সেক্ষেত্রে বদলে যেতে পারে বাংলাদেশের ম্যাচের ভেন্যুও। বাংলাদেশ সুপার ফোরের দুই ম্যাচ খেলবে কলম্বোতে।

কলম্বো থেকে ম্যাচ সরে গেলে গুঞ্জন রয়েছে ম্যাচ হতে পারে ডাম্বুলায়। যদিও সে ভেন্যুর কাছে হোটেল সুবিধা নিয়ে আপত্তি রয়েছে ভারতের। আর পাল্লেকেলতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাই শেষমেষ কী সিদ্ধান্ত নিতে চাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, তাই দেখার পালা।

বাংলাদেশের সুপার ফোরের সম্ভাব্য সূচি: 

তারিখ                  প্রতিপক্ষ               ভেন্যু

৬ সেপ্টেম্বর         পাকিস্তান             লাহোর 

৯ সেপ্টেম্বর          শ্রীলঙ্কা                 কলম্বো 

১৫ সেপ্টেম্বর        ভারত                  কলম্বো